ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর পীরে কামেল চরমোনাই মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভোটারদের অবস্থান পরিবর্তন হয়নি। কিন্তু ভোটাররা বিগত দিনে যাদেরকে নির্বাচিত করেছেন তারা দুর্নীতি করেছেন। বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। বিদেশে অনেকেই বাংলাদেশীদের পরিচয় পেলে অবজ্ঞা করে। বাংলাদেশ থেকে বছরে ৭০ ভাগ অর্থ বিদেশে পাচার হচ্ছে। নগর উন্নয়ন ও জনগণের কল্যাণের পথে বড় বাধা দুর্নীতি। দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য সন্ত্রাস, স্বজনপ্রীতি ও দলীয় করনের আশ্রয় নেয়া হয়। অপরিকল্পিত পরিকল্পনা এবং সেই অনুযায়ী কর্মকাণ্ডও দুর্নীতির একটি হাতিয়ার। অপরিকল্পিত কর্মকাণ্ডের মাধ্যমেও জনগণের আমানতের খেয়ানত করা হয়। সোমবার বিকেলে শহরের ডিআইটি এলাকায় এক পথসভায় মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহকে হাতপাখায় ভোট দেয়ার আহবান জানিয়ে এসকল কথা বলেন চরমোনাইর পীর। নগরবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, মেয়র প্রার্থী মাসুম বিল্লাহকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দুর্নীতি ও সন্ত্রাসের নির্মূলকরণ কর্মসূচি গ্রহণ করতে আপনারা সহযোগিতা করবেন। তিনি আরও বলেন নারীরা মায়ের জাতি। আমার মা বোনেরা প্রয়োজনের তাগিদে বখাটেদের দৌরাত্মের কারণে নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পারে না। আমি মা বোনদেরকে অনুরোধ করবো ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে আপনার একটি মূল্যবান ভোট দিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নগর গড়তে সহযোগিতা করুন। পরিশেষে তিনি সংখ্যালঘু ও নতুন ভোটারদেরকে ২২শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে তাদের জীবনের প্রথম ভোটটি ইসলামের বাক্সে হাতপাখা প্রতীকে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় পথ সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ শহর শাখার সহসভাপতি মুহা. দেলোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি মুহা. আব্দুর রহমান প্রধান, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. শাহাদাত হোসাইন খান, ইসলামী যুব আন্দোলনের মহানগরের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মহানগরের আহবায়ক মাওলানা দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন, লোকমান হোসেন, আকরাম হোসেন প্রমুখ। এদিকে মুফতী মাসুম বিল্লাহ হাতপাখা প্রতীক নিয়ে সকাল থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের মাসদাইর বাজার, ডিআইটি, ২নং রেলগেইট, প্রেস ক্লাব মোড়, শহীদ মিনার এলাকা ও চাষাড়া চত্বর এলাকায় গণসংযোগ করেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.