শ্রদ্ধা আর ভালবাসায় জাতি আজ স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদর্শন করে। বিওগলে করুণ সুর বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। রায়েরবাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ।
১৪ ডিসেম্বর বাঙালির জীবনে স্মরণীয় ও কলঙ্কের দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় বুদ্ধিজীবীদের হত্যা করে। বাঙালি যেন বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে সে জন্যেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। মহান মুক্তিযুদ্ধ পরিচালনা, মুজিবনগর সরকার গঠন এবং বাঙালিদের উজ্জীবিত করতে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অপরিসীম।
বাঙালি জাতি প্রতি বছরই বিজয়ের উৎসবের দু’দিন আগে এই দিনটিতে স্মরণ করে থাকে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.