মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুল আহসানের বিরুদ্ধে খাল দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, কামরুল আহসান সেলিম ১৮ জুন সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্ব নেন। পরের দিন ১৯ জুন সকালে সাহেবরামপুর বাজারসংলগ্ন খালের একটি অংশ ভরাট করেন শ্রমিকরা। এ ঘটনা দেখে স্থানীয়রা বাধা দিতে গেলে শ্রমিকরা জানান, সেখানে মার্কেট হবে। ইউপি চেয়ারম্যান তাঁদের মাটি কাটতে বলেছেন বলেও জানান তাঁরা।
গত ৭ মে ইউপি নির্বাচনে এক ব্যবসায়ীকে রাতে ডেকে নিয়ে হত্যা করার ঘটনায় কামরুল আহসান সেলিমকে প্রধান আসামি করে কালকিনি থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলার আসামি হয়েও সরকারদলীয় প্রার্থী হওয়ায় তাঁকে পুলিশ আটক করেনি বলে অভিযোগ আছে।
স্থানীয় কয়েকজনের দাবি, ছাড়া পাওয়ায় সেলিম বেপরোয়া হয়ে প্রশাসনকে তোয়াক্কা না করেই সরকারি খালটি দখল করে মার্কেট নির্মাণের জন্য মাটি দিয়ে ভরাট করান।
এ বিষয়ে জানতে চাইলে সাহেবরামপুর ইউনিয়ন ভূমি সহকারী (তহসিলদার) মো. আবদুল মান্নান মিয়া জানান, খাল ভরাট করার অপরাধে ইউপি চেয়ারম্যান সেলিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ শাম্মী আক্তার বলেন, ‘সরকারি সম্পত্তি কেউ দখল করে মাটি ভরাট করে থাকলে তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য তহশিলদারকে বলেছি।’
এ বিষয়ে সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল আহসান সেলিম বলেন, ‘সরকারিভাবে একটি টোলঘর বরাদ্দ হয়েছে। আমি খালে বাঁধ দিয়ে মাটি ভরাট করছিলাম। খালটি এখন ব্যবহার করা হয় না। তবে এখন মাটি কাটা বন্ধ রয়েছে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.