কারাগারে থাকা দেড় লাখ বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের নবাগত রাজা মহা ভাজিরালংকর্ন। সরকারি এক বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন। জনপ্রিয় থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যু পরবর্তীতে চলতি মাসের ১ তারিখ সিংহাসনে বসেন প্রিন্স মহা ভাজিরালংকর্ন।
বন্দীদের মধ্যে যাদের সাজার মেয়াদ শেষ হয়নি তাদেরও সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হবে বলে জানানো হয়। তবে এখন পর্যন্ত থাই কর্তৃপক্ষ এটা জানায়নি যে, এই সাধারণ ক্ষমার কারণে কতো সংখ্যক বন্দী শাস্তির মেয়াদ পূর্ণ না হবার আগেই মূলত লাভবান হবে।
থাইল্যান্ডের রাজপরিবারের বিরুদ্ধাচারণ করাকে সবচেয়ে বড় অপরাধ হিসেবে ধরা হয় দেশটিতে। এ অপরাধের কারণে বহুদিন ধরেই কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন এমন মানুষের সংখ্যা কম নয়।
সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডের কারাগারে বন্দীদের জায়গা হচ্ছিল না। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই মূলত মাদকব্যবসা বা এ সংক্রান্ত কারণে বন্দী আছেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.