তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জনজীবন। সোমবার নিউইয়র্ক, নিউ ইংল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, মেইনে ভারমন্ট, ইলিনয়, আইওয়া, মিশিগান রাজ্যের মহাসড়ক ঢেকে গেছে ভারি তুষারে।
মিশিগানে ১৩, ইলিনয়ে ১২, মিনেসোটায় ৯ ইঞ্চি পুরু বরফ জমেছে। অচল হয়ে গেছে গ্রেট লেক ও উত্তর-পূর্বাঞ্চলের জীবনযাত্রা। ডেট্রোয়েটে বরফ পরিষ্কারের সময় মারা গেছেন ২ জন। মিশিগানে বন্ধ করা হয়েছে কয়েকশ’ শিক্ষা-প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রজুড়েই কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে বিমান চলাচল। রোববার ও সোমবার বাতিল হয়েছে বিমানের কয়েক হাজার ফ্লাইট। এর মধ্যে শিকাগোর ওহেয়ার ও মিডওয়ে বিমানবন্দরেই বাতিল হয়েছে ১২শ’র বেশি ফ্লাইট। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে যুদ্ধকালীন প্রস্তুতির মতো বরফ সরানোর চেষ্টা করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। উত্তরাঞ্চলে আরো একটি তুষারঝড় হতে পারে চলতি সপ্তাহের শেষ নাগাদ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.