গাইবান্ধার সাঁওতাল পল্লীতে পুলিশের দেয়া অগ্নিসংযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। বললেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈরে একটি সেতুর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, সরকারি জায়গায় কোনো স্থাপনা থাকলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সরকার তা সরিয়ে দিতে পারে। যদি কেউ এমনিতে না সরায় সেক্ষেত্রে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারে সরকার।
তিনি জানান, পুলিশের দেয়া অগ্নিসংযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে পুলিশ আগুন দেয়- এমন ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে।