মহান বিজয় দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন ও আরটিভি যৌথ আয়োজন করেছে পাঁচদিনের অনুষ্ঠান। কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে হবে ‘বাংলাদেশের বিজয় উৎসব’। আজ স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় এ আয়োজনের উদ্বোধন হবে। এখানে প্রধান অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে ‘আমি বাংলার গান গাই’ শীর্ষক নৃত্যালেখ্য পরিবেশন করবেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। পরিচালনায় নৃত্যশিল্পী শামীম আরা নীপা। তার ও শিবলী মহম্মদের সঙ্গে অংশ নেবেন নৃত্যাঞ্চলের ৩০ জন শিল্পী। অনুষ্ঠানে বিভিন্ন দিনে গান পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, দিনাত জাহান মুন্নি, এসআই টুটুল, ফিডব্যাক, লালন (ব্যান্ড) প্রমুখ। প্রতিদিনই থাকছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী। থাকবে ঢাকাই জামদানিসহ বিভিন্ন পণ্যের মেলা ও ঐতিহ্যবাহী খাবার।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.