নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনার জন্য বিএনপির প্রতিনিধিদলের নামের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তালিকা পাঠানো হয়। বিএনপির সূত্র জানায়, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব বরাবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি চিঠি ও ১০ সদস্যের প্রতিনিধিদলের তালিকা দিয়েছেন। দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম, মুনির হোসেন ও বেলাল আহমেদ ওই চিঠি নিয়ে বঙ্গভবনে যান। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। ১২ ডিসেম্বর বঙ্গভবন থেকে চিঠি পাঠিয়ে আলোচনার জন্য বিএনপির কাছে ১০ জনের নাম চাওয়া হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ ডিসেম্বর বিকেলে এ আলোচনা হবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারি মাসে নতুন ইসি দায়িত্ব নেবে। ওই কমিশনের অধীন ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে নতুন ইসি ও সার্চ কমিটি গঠন নিয়ে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন। তাতে সব নিবন্ধিত রাজনৈতিক দল অথবা স্বাধীনতার পর থেকে সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে নতুন ইসি গঠন করার প্রস্তাব করা হয়।