সুমাইয়া জাফর সুজানা। দীর্ঘ সময়জুড়ে তিনি শোবিজ অঙ্গনের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। কখনো নাটকে, কখনো বিজ্ঞাপনে আবার কখনোবা মিউজিক ভিডিওর মডেল প্রশংসিত হয়েছেন। সম্প্রতি সংগীত তারকা তাহসানের গান ‘কেউ না জানুক’-এর মডেল হয়ে আবারও আলোচনায় এসেছেন সুজানা। স্বল্প সময়ে ১০ লাখ দর্শক মিউজিক ভিডিওটি ইউটিউবে উপভোগ করেছেন। এ প্রসঙ্গে সুজানা বলেন, মিউজিক ভিডিওটি যখন নির্মাণ শুরু হয়েছে তখনই বুঝতে পেরেছিলাম ভালো কিছু হতে চলেছে। সে সঙ্গে অনেক ভিউ হবে এটাও আশা করেছি। আমার আশা পূর্ণ হয়েছে। আরিয়ানকে ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও নির্মাণ করার জন্য। সত্যি, এমন মিউজিক ভিডিওর কাজ পেলে আবারো করবো। সমপ্রতি আরো কিছু গানের ভিডিওতে কাজ করার প্রস্তাব পেয়েছেন সুজানা। কিন্তু মনের মতো না হওয়ায় কোনোটিতে সাড়া দেননি। সুজানা বলেন, প্রতিদিন কম করে হলেও ৫টা প্রস্তাব আসে। আমি করি না। বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিই। আমার কথা হলো, মনের মতো ভালো কাজ না হলে কেন করবো। গত বছর থেকে যে কটি মিউজিক ভিডিওতে কাজ করেছি প্রতিটিরই ভালো সাড়া পেয়েছি। ঠিক এই রকম কাজগুলো হলে করতে পারি। বছরে আমি একটি মিউজিক ভিডিওতে কাজ করবো। তারপরও সেটা মানসম্মত হলে। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে এসেছি। এটা ধরে রাখতে চাই। এদিকে সমপ্রতি একটি নাটকেও অভিনয় করেছেন সুজানা। নিয়াজ কামরান আবিরের রচনা ও পরিচালনায় এর নাম ‘গুম’। মূলত ‘অ্যাকশন আওয়ার’ নামের একটি সিরিজের গল্প এটি। নারী পাচারকারী ও জীবনের সঙ্গে লড়াই করা একটি মেয়ের গল্প তুলে ধরা হয়েছে এ নাটকে। এতে সুজানার বিপরীতে আছেন অপূর্ব। এ নাটকে অভিনয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সুজানা বলেন, অভিজ্ঞতা ভয়াবহ। এ ধরনের কাজ আমি কখনোই করিনি। শুটিংয়ে এতই কষ্ট হয়েছে, আমি অসুস্থ হয়ে পড়েছি। গত পাঁচটা দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। ঠাণ্ডা লেগে গেছে। নাটকের গল্পটি বেশ দারুণ। অনেক ভয়ানক ও ঝুঁকিপূর্ণ শুটিং করতে হয়েছে আমাদের। এই প্রথম নিজেকে ভেঙে অন্যভাবে উপস্থাপন করেছি। ক্যামেরার সামনে গ্রামের একটি সহজ সরল মেয়ের চরিত্রে দাঁড়িয়েছি। সত্যিই এটার আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিল। আশা করছি দর্শকও নাটকটি উপভোগ করবেন। বিজ্ঞাপনের মাধ্যমে দর্শক সুজানাকে চেনেন। আর সে জায়গাটিতে এখন খুব কমই দেখা যায় তাকে। তার কারণ মানসম্মত কাজের অভাব। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন সে রকম মানসম্মত বিজ্ঞাপনের কাজ হয় না। তাই আমিও হরহামেশা রাজি হই না। যতক্ষণ না দেখি একটি ভালো কাজের অফার পাচ্ছি। অভিনয়ের পাশাপাশি অনেকদিন ধরে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সুজানা। সেখানে প্রতিবন্ধী মানুষদের জন্য নিয়মিত কাজ করছেন। প্রতিটি মানুষের একটা স্বপ্ন থাকে। আর সেটা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত চেষ্টায় থাকেন তিনি। সুজানার ইচ্ছা রয়েছে একটি বৃদ্ধাশ্রম চালু করার। এটা তার জীবনের একটা বড় স্বপ্ন বলেই জানান তিনি। এ প্রসঙ্গে সুজানা বলেন, আমার বাবাও চাইতেন একটি বৃদ্ধাশ্রম চালু করার। তার সে স্বপ্ন এখন আমার। আমি সেটা পূরণ করতে চাই। কারণ বাবার মতো আমারও গরিব-দুঃখী ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে খুব ভালো লাগে। আমরা দেখি, অনেক ছেলে সন্তান বিয়ে করে তাদের বাবা-মাকে অযত্ন অবহেলায় রাখে। যা মোটেও ঠিক নয়। আমি চাই না, কোনো বাবা-মা বৃদ্ধ বয়সে এসে অসহায়ত্বের মধ্যে দিন কাটাক।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.