এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপসরা। বৃহস্পতিবার ওয়াঙ্গারেইয়ের কোবহাম ওভালে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া একাদশের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা।
প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ সেরা একাদশ ঘোষণা করলেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে নিউজিল্যান্ড। কেন্টারবুরি ব্যাটসম্যান কোল ম্যাককনচিকে অধিনায়ক ঘোষণা করেছে স্বাগতিকরা।
দলটিতে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হলেন সেন্টাল ডিস্ট্রিক্টসের বেন স্মিথ। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৫ শতক ও ১৩টি হাফ সেঞ্চুরি করেছেন স্মিথ। এই পর্যন্ত মাত্র বিশটি টি২০ ম্যাচ খেলেছেন স্মিথ। এরপরই রয়েছেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের ভারত পোপলি। ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের জন্ম ভারতের দিল্লিতে।
অপর অভিজ্ঞদের আজাজ প্যাটেল খেলেছেন ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ আর ম্যাট ম্যাকওয়েল খেলেছেন ২২টি প্রথম শ্রেণির ম্যাচে। উইকেটরক্ষক রায়ান ডাফি খেলেন ১৮টি ম্যাচ।
একেবারে আনকোরা ক্রিকেটারও রয়েছে নিউজিল্যান্ড একাদশে। বামহাতি স্পিনার বেন হর্ন খেলেছেন একটি মাত্র টি২০ ম্যাচ। তবে ঘরোয়া ক্রিকেটে অকল্যান্ড ‘এ’ দলে হয়ে ভালো খেলেছেন এই অলরাউন্ডার।
তবে টাইগারদের ভোগাতে পারে পেসার ইয়ান ম্যাকপিক। প্রথম শ্রেণির ৮টি ম্যাচে ২৪ উইকেট নেয়া এই বোলারের প্রশংসা করেছেন অনেকে। তবে যেটাই হোক না কেন, অনভিজ্ঞ এই দলের বিপক্ষে খেলে কতটা লাভবান হবে বাংলাদেশ সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।
কারণ প্রথম ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা শুভাশিষ রায় বা মেহেদী হাসান মিরাজও নিউজিল্যান্ড একাদশের যেকোনো ক্রিকেটারের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। তবে প্রস্তুতি ম্যাচটা মিরাজ বা তানভীরের জন্য বেশ গুরুত্বপূর্ণই হতে যাচ্ছে। কারণ সাকিব, রিয়াদের সাথে তৃতীয় স্পিনার হিসেবে কে থাকবেন সেটা নিশ্চিত নয়।
যদিও মোসাদ্দেক হোসেন সৈকতেরই খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে প্রস্তুতি ম্যাচে ভালো খেললে তানভীর বা মিরাজও দলে ঢুকে যেতে পারেন।
প্রথম প্রস্তুতি ম্যাচে শুভাশিষের না থাকার সম্ভাবনাই বেশি। কারণ কারণ মুস্তাফিজ-তাসকিন অটোমেটিকে চয়েস। আর সিডনিতে প্রস্তুতি ম্যাচে রুবেলকেও দারুণ ছন্দে দেখা গেছে। আর সৌম্য সরকার দলে থাকলে দু-চার ওভার হাত ঘোরাতে পারেন এই বামহাতি ব্যাটসম্যানও।
প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশ: রায়ান ডাফি, বেন স্মিথ, ভারত পোপলি, কেন ম্যাকক্লার, কোল ম্যাককনচি, বেন হর্ন, শন হিকস, হেনরি শিপলি, ম্যাট ম্যাকইউয়ান, ব্রেট হ্যাম্পটন, আজাজ প্যাটেল ও ইয়ান ম্যাকপিক।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.