২০৪১ সাল নাগাদ বাংলাদেশ এশিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার হোটেল রেডিসনে ২০৩০ সাল নাগাদ অর্থনীতি বিষয়ক সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আসছে ২০৪১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৭০ বছর উদযাপন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ সময়ের মধ্যে বাংলাদেশ ২.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। মাথাপিছু আয় হবে প্রায় ১২হাজার ৬শ ডলার।
শেখ হাসিনা বলেন, সারাদেশে ১শ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। যেখানে সেখানে শিল্প গড়ে তুলতে দেয়া হবে না। এতে বিদেশি বিনিয়োগ আরো বাড়বে। এছাড়া বাংলাদেশকে উন্নত অর্থনীতির দেশ গড়ার জন্য সরকার সুদূরপ্রসারী কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি বলেন, আমরা এমডিজি অর্জনে যেমন সফলতা অর্জন করেছি তেমনি এসডিজি অর্জনেও সফলতা অর্জন করব। এমডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। এসডিজি অর্জনেও আমরা রোল মডেলে পরিণত হব। লক্ষ্য অর্জনে বন্ধু রাষ্টগুলো সহযোগিতা করবে বলে আমরা আশা করি।
তিনি বলেন, ব্যবসার উন্নয়নে বর্তমান সরকার আর্থিক সহায়তা ব্যবস্থা চালু করেছে। ব্যক্তি ও গোষ্ঠি স্বার্থের উর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.