বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চলা শ্রমিকদের আন্দোলন বন্ধ না হওয়া পর্যন্ত আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন- বিজিএমইএ।
মঙ্গলবার কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, শ্রম আইন-২০১৩ এর ধারা-১ অনুযায়ী এ কারখানা বন্ধ করা হয়েছে। এর ফলে যতদিন কারখানা মালিকপক্ষ বন্ধ রাখবেন, ততদিন শ্রমিকরা তাদের মুজুরি পাবেন না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে শ্রমিকদের আন্দোলন অযৌক্তিক। কারণ, তিন বছরও হয়নি তাদের মজুরি বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধির এই হার ২৬৩ শতাংশ। কোনো অবস্থাতেই নতুন করে মজুরি বাড়ানোর সুযোগ নেই।
এতে দাবি করা হয়, শ্রম আইন অনুযায়ী, পাঁচ বছর পূর্ণ হলে মজুরি বাড়ানোর কথা। সে অনুযায়ী আগামী দুই বছর পর মজুরি বৃদ্ধির বিষয়টি ভাবা যেতে পারে।
এসময় শ্রমিকদের যেকোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, এ শিল্প নিজেদের। এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে তিন হাজার মালিক ও ৪০ লাখ শ্রমিকের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বর্তমান সিনিয়র সহসভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র সাবেক সভাপতি আবদুস সালাম মোর্শেদীসহ পোশাক শিল্প মালিকরা উপস্থিত ছিলেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.