ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুই ধাপ অবনতি হয়েছে। আর শীর্ষে থেকেই বছর শেষ করেছে আর্জেন্টিনা। গত এপ্রিলে ফিফা র্যাঙ্কিয়ের শীর্ষে উঠে এসেছিল আর্জেন্টিনা। বছর শেষেও ধরে রাখল অবস্থানটা।
এ বছর ১৫ ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ১০টি, ড্র দুই ম্যাচ আর হার তিনটিতে। এ জন্যই গতকাল প্রকাশিত বছরের সব শেষ র্যাঙ্কিংয়ে ১৬৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৫৪৪ পয়েন্ট পাওয়া ব্রাজিল রয়েছে দুইয়ে। এ মাসে আন্তর্জাতিক মাত্র ১৫টি ম্যাচ থাকায় সেরা দশে পরিবর্তন নেই। যথারীতি তিনে জার্মানি, চারে চিলি এরপর একে একে বেলজিয়াম, কলম্বিয়া, ফ্রান্স, পর্তুগাল, উরুগুয়ে ও স্পেন।
বাংলাদেশ কোনো ম্যাচ না খেলেও পিছিয়ে পড়েছে দুই ধাপ। মামুনুলরা আছেন ১৮৫ নম্বরে। দুই ধাপ এগিয়ে ভারত ১৩৫-এ। দক্ষিণ এশিয়ান দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে তারাই।
এ বছর ইউরো ফাইনাল খেলা ফ্রান্স পেয়েছে সবচেয়ে বেশি ৪৩৭ পয়েন্ট। বছরজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২১ পয়েন্ট অর্জন পেরুর। তবে সবচেয়ে বেশি এগিয়েছে গিনি বিসাউ। ২০১৫ সালের ডিসেম্বর থেকে ধরে ৭৮ ধাপ এগিয়ে তারা বছর শেষ করছে ৬৮ নম্বরে থেকে।
সেরা ৫০-এ সবচেয়ে বেশি ২৮ দল ইউরোপের। শতাংশের হিসেবে এগিয়ে অবশ্য লাতিন অঞ্চল। তাদের ৮০ শতাংশ দলই (আটটি) আছে সেরা ৫০-এ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.