অবশেষে ইয়াহুর পক্ষ থেকে হ্যাকিংয়ের খবর স্বীকার করে নেওয়া হয়েছে। গতকাল বুধবার ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অন্তত ১০০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে। এর আগে ২০১৩ সালের আগস্টে ইয়াহুর অন্তত ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগ উঠেছিল। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ।
তথ্য চুরির এই ঘটনায় ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইয়াহু বিশ্বাস করে অবৈধভাবে কোনো তৃতীয়পক্ষ ২০১৩ সালের আগস্টে ইয়াহু ব্যবহারকারীদের তথ্য চুরি করেছিল।’
ইয়াহুর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কোনো রাষ্ট্রের মদদে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে ৪৮০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ইয়াহু কেনার ঘোষণা দিয়েছে ভেরিজন। বর্তমানে সেই প্রক্রিয়া চালু আছে। তবে হ্যাকিংয়ের ঘটনায় শেয়ার বাজারে ভেরিজনের শেয়ারের দাম কমেছে।
ইয়াহুর চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার বব লর্ড হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করে নিয়ে এক পোস্টে লিখেছেন, ‘আমরা এখনো তথ্য চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারিনি। ব্যবহারকারীদের নাম, ইমেইল ঠিকানা, টেলিফোন নম্বর, জন্মদিন ও পাসওয়ার্ডের তথ্য চুরি হয়েছে।’
তথ্য চুরির ঘটনা স্বীকার করে নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে ইয়াহু। ইয়াহু অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলার জন্যও ব্যবহারকারীদের অনুরোধ করা হয়েছে।
এক সময়কার দারুণ জনপ্রিয় ও প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু কয়েক বছর ধরেই ধুঁকছে। অ্যাপস ও অন্যান্য সামাজিক মাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের দাপটে অনেকটাই কোণঠাসা ইয়াহু। তার ওপর ব্যবহারকারীদের তথ্য চুরির নতুন এই ঘটনা ইয়াহুকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.