রাশিয়ার রাষ্ট্রদূত নিহতের ঘটনায় নড়েচড়ে বসেছে তুরস্ক সরকার। বিধিনিষেধ আরোপ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর। সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে তদন্তের আওতায় আনা হয়েছে ১০,০০০ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীকে।
দেশটির সরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব গ্রাহকদের বিরুদ্ধে অনলাইনে সরকারী কর্মকর্তাদের অপমান করা অর্থাৎ ‘সন্ত্রাসবাদ সম্পর্কিত কর্মকান্ডের’ অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই’র অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও নজরদারিতে রাখা হচ্ছে।
গেলো ছয় মাসে এসংক্রান্ত অভিযোগে ৩,৭১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের মধ্যে ১,৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৮৪ জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তুরস্কে মাঝে মাঝে টুইটার বা ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে প্রবেশ বন্ধ করে দেয়া হয়। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে এসব ব্ল্যাকআউটগুলো হিসেব-নিকেশ করেই করা হয় এবং জঙ্গি প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করার উদ্দেশ্যে এগুলো করা হয়ে থাকে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে তুরস্ক।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.