দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সপ্তাহে দাম-আয় অনুপাত (পিই রেশিও) বেড়ে দাঁড়িয়েছে দশমিক ৭৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত সপ্তাহে ডিএসইর পিই রেশিও দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৮। এর আগের সপ্তাহে এটি ছিল ১৪ দশমিক ২৮। অর্থাৎ পয়েন্ট হিসাবে বেড়েছে ১০ পয়েন্ট।
গত সপ্তাহে ব্যাংক খাতের পিই রেশিও ৬ দশমিক ২, সিমেন্ট ২৭ দশমিক ৫, সিরামিক ২১ দশমিক ৩, প্রকৌশল ১৫ দশমিক ৮, খাদ্য ও আনুষঙ্গিক ৩৩ দশমিক ১, জ্বালানি ও বিদ্যুৎ ১৩ দশমিক ৩, সাধারণ বিমা ১০ দশমিক ৪, তথ্য ও প্রযুক্তি ৩৩ দশমিক ৪, পাট (ঋণাত্মক) ২০ দশমিক ৪, বিবিধ ২৭ দশমিক ২, এনবিএফআই ১৫, কাগজ ২৪ দশমিক ৭, ওষুধ ও রসায়ন ২০ দশমিক ৪, সেবা ও আবাসন ২২ দশমিক ৭, চামড়া ২২ দশমিক ৩, টেলিযোগাযোগ ১৮ দশমিক ১, বস্ত্র ১২ দশমিক ৯ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ পয়েন্ট।
পিই রেশিও ১৫ পয়েন্টের নিচে থাকলে বিনিয়োগ নিরাপদ থাকে বলে মনে করা হয়।