স্ক্যানে যদি গুরুতর কিছু ধরা পড়ে, তাহলে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচ ও টি২০ সিরিজের পুরো সময়টাই মাঠের বাইরে কাটাতে হবে মুশফিককে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সেই আশঙ্কাকে একেবারে উড়িয়েও দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। চোটের প্রাথমিক পর্যবেক্ষণ থেকে পাওয়া ধারণা বলছে, দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন মুশফিক। সূত্র আরও জানায়, মুশফিকের এই হ্যামস্ট্রিং সমস্যার খানিকটা আভাস বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলার সময়েই পাওয়া গিয়েছিল। এই চোট নিয়েই নাকি বরিশাল বুলস দলের হয়ে খেলেছেন তিনি। নিউজিল্যান্ড সফরে ভিন্ন আবহাওয়ায় হ্যামস্ট্রিংয়ের সেই সমস্যা আরও জেঁকে বসেছে, যার চূড়ান্ত রূপ দেখা গেল প্রথম ওয়ানডেতে পাওয়া চোটে।
হ্যামস্ট্রিং চোটের প্রাথমিক চিকিৎসার একটি হচ্ছে পরিপূর্ণ বিশ্রাম, চোটের তীব্রতা অনুযায়ী বিশ্রামের সময়কাল নির্ধারণ করা হয়। বিশ্রাম থেকে ফিরে এরপর নিজেকে আবার মাঠে নামার জন্য প্রস্তুত করতেও কিছু সময় দরকার হয়। সেক্ষেত্রে, জানুয়ারির ১২ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও মুশফিকের অন্তর্ভুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকে যায়। সঙ্গে অনিশ্চয়তা থাকে মুশফিকের অনুপস্থিতিতে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব নিয়েও। ২০১১ সালের শেষদিকে মুশফিক টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর গত পাঁচ বছর তার ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ২৬ ম্যাচে পাঁচ জয়ের পাশাপাশি নয়টি ড্র, ‘বাংলাদেশের টেস্ট অধিনায়ক’ হিসেবে মুশফিকের এই রেকর্ডকে খুব একটা খারাপ বলা যাবে না। সর্বশেষ জয়টা আবার এসেছে ইংল্যান্ডের মতো পরাক্রমশালী ক্রিকেটশক্তির বিপক্ষে। এই জয়কে প্রেরণা বানিয়েই নিউজিল্যান্ডের মাটিতে সাদা পোশাকে ভালো ক্রিকেট খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ, স্বপ্ন দেখছে কিউইদের কঠিন পরীক্ষায় ফেলার। কিন্তু মুশফিক যদি শেষ মুহূর্তে সত্যিই প্রথম টেস্টে নামতে না পারেন, তবে নিয়মিত অধিনায়ক ও উইকেটরক্ষকের পাশাপাশি বাংলাদেশ অভাববোধ করবে টপ অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানেরও। মুশফিকের অনুপস্থিতিতে টেস্ট অধিনায়ক হিসেবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হবেন হয়তো তার ডেপুটি তামিম ইকবাল।
অধিনায়কত্বের ব্যাপারটা না হয় তামিম সামলে নিতে পারবেন, টপ অর্ডারে ব্যাটিংয়ের হালটাও না হয় ধরতে পারবেন অন্য কেউ। কিন্তু উইকেটরক্ষক মুশফিকের বিকল্প কে? বাংলাদেশ দলের সঙ্গে মুশফিক ছাড়া স্পেশালিস্ট উইকেটরক্ষক হিসেবে গেছেন কেবল নুরুল হাসান সোহান, যিনি জাতীয় দলের হয়ে কেবল টি২০ ফরম্যাটেই খেলেছেন। উইকেটরক্ষক হিসেবে সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও সোহানের ব্যাটিংটা এখনও লম্বা পরিসরের ক্রিকেটের জন্য ততটা উপযোগী নয়। প্রথম ওয়ানডেতে পাওয়া মুশফিকের চোট তাই টাইগার শিবিরে বেশ বড় একটা দুশ্চিন্তার কারণ হয়েই দেখা দিয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.