স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা গুলশান জঙ্গি হামলাকে ‘রক্তাক্ত অভ্যুত্থান’ বলে, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংসদ সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।
মোহাম্মদ নাসিম বলেন, ‘গুলশানের জঙ্গি হামলাকে আপনি (খালেদা) রক্তাক্ত অভ্যুত্থান বলেছেন। আপনি এই ভাষা ত্যাগ করেন, আমি এর প্রতিবাদ করলাম।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া আরো বলেছেন, নির্বাচন দিন। তার মানে কী? এই জঙ্গিবাদের সঙ্গে তাঁর সম্পর্ক আছে। এ জন্য তারাই এ রকম ঘটনা ঘটাচ্ছে। তাহলে কার সঙ্গে ঐক্য হবে? এই খালেদা জিয়া, যিনি প্রকাশ্যে বলেছেন, গুলশানের জঙ্গি হামলায় রক্তাক্ত অভ্যুত্থান হয়েছে, তাঁর সঙ্গে কোনো ঐক্য হবে না।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ঐক্য হবে শুধু জনগণের সঙ্গে। যাঁরা বৃষ্টিতে ভিজে স্বতঃস্ফূর্তভাবে জঙ্গিবিরোধী মানববন্ধনে দাঁড়িয়েছেন, ঐক্য হবে তাঁদের সঙ্গে। যাঁরা এসিরুমে গোলটেবিলে বসে ঐক্যের কথা বলেন, তাঁদের সঙ্গে কোনো ঐক্য নয়, হবেও না।
সভায় মন্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের স্মৃতিচারণ করেন।
এর আগে সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.