বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক ও বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উপলক্ষে গতকাল চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত হলো ‘৫ম হিমুমেলা’। এবারের মেলার নামকরণ করা হয়েছে ‘ডিউ-চ্যানেল আই হিমুমেলা-১৬’। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে হিমুপ্রেমীরা হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত থেকে হলুদ বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য মেহের আফরোজ শাওন, মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়নামিক কনজুমার অ্যান্ড কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. নাজমুল হাসান, নাট্যব্যক্তিত্ব কেরামত মাওলা, শিল্পী মো. খুরশীদ আলম, ফকির আলমগীর, সেলিম চৌধুরী, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, প্রকাশক ফরিদ আহমেদ, মনিরুল হক, হিমু পরিবারের সদস্যসহ বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত-বিশিষ্টজনেরা। এ সময় উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র ও নাটকের গান। গানগুলো গেয়েছেন মো. খুরশীদ আলম, সেলিম চৌধুরী, শাহনাজ বেলী, সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। হুমায়ূন আহমেদ স্মরণে স্মৃতিকথা বলেছেন ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুনসহ মেলায় আগত বিশিষ্টজনেরা। মেলায় ছিল হুমায়ূন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির স্টলসহ নানা পণ্যসামগ্রীর স্টল। হুমায়ূন আহমেদ স্মরণে চিত্রাঙ্কন করেছে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা। মেলা সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই ও রেডিও ভূমি। উল্লেখ্য, ১২ই নভেম্বর রাত ১২টা ১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় কেক কেটে জন্মদিন উদযাপন করেন পরিবারের সদস্যরা। গতকাল সকালে নুহাশ পল্লীতে ছিল বিশেষ অনুষ্ঠান এবং টরেন্টোতে চলছে হুমায়ূন আহমেদের একক বইমেলা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে হুমায়ূন আহমেদের জন্মদিন অনুষ্ঠান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.