সড়কে নিরাপত্তার জন্য জনসচেতনতার কথা বলা হয়। আমার মনে হয় স্কুল পর্যায় থেকে শিশুদের মধ্যে ট্রাফিকের বিষয়ে ধারণা দেয়া দরকার। বললেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সমাবেশে তিনি একথা বলেন।
স্পিকার বলেন, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব এবং কিভাবে পথ পারাপার হবে সেই বিষয়গুলো পাঠ্যপুস্তক এবং স্কুলে ক্যাম্পিংয়ের মাধ্যমে দিতে হবে।
তিনি বলেন, আমরা অনেক সময় খুব দ্রুত যেতে চাই। এই দ্রুত যেতে গিয়ে আমরা অনেকে আইন লঙ্ঘন করছি। আইন মানি না। কিন্তু সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। দ্রুত যাওয়ার প্রবণতায় আমরা যেন আইনকে লঙ্ঘন না করি এবং নিরাপদ সড়কের অন্তরায় যেন তৈরি না করি।
এসময় তিনি সংসদ সদস্যদেরকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজস্ব এলাকায় বক্তব্য এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের বিষয়কে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করে ব্যাপক প্রচারণা এবং কার্যক্রম গ্রহণ করবেন।
সমাবেশে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন।