ক্রেতা সমাগম ও বিক্রেতাদের ছাড়-উপহারে শেষ হলো ডিজিটাল আইসিটি মেলা। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) গতকাল মঙ্গলবার মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি ২২ ডিসেম্বর থেকে ছয় দিনের এই মেলার আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাত দেশে একটি বড় স্থান করে নিয়েছে। আশা করি এই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) দেশের অন্য সব খাতকে অতিক্রম করবে।’
মেলার পঞ্চম দিন সোমবার তিনটি বিভাগে ৩০০-এর বেশি শিশুর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান আবুল বারক আলভী এবং একই অনুষদের সহকারী অধ্যাপক শেখ মো. রোকনুজ্জামান। ‘ক’ বিভাগে চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘বাংলাদেশ’। এই বিভাগে প্রথম হয়েছে ফারিনা জাহান অর্পিতা, যৌথভাবে দ্বিতীয় হয়েছে অনুভা হালদার ও মিথিলা এবং তৃতীয় হয়েছে ইরফান আহমেদ। ‘খ’ বিভাগে চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘মুক্তির সংগ্রাম’। এই বিভাগে প্রথম হয়েছে হুমায়রা হাবিব, দ্বিতীয় হয়েছে মারিয়া ইসলাম অবন্তি এবং যৌথভাবে তৃতীয় হয়েছে শাদিয়াআক্তার ও মো. শাহাদাৎ হোসেন। এবং ‘গ’ বিভাগে চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘পরিবেশ’। এই বিভাগে প্রথম হয়েছে নুসরাত জাহান, দ্বিতীয় হয়েছে মারজান ইসলাম এবং যৌথভাবে তৃতীয় হয়েছে আর্নিকা তাহসীন ও অনামিকা রাজবংশী।
মেলার আহ্বায়ক তৌফিক এহ্সান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরের তুলনায় এবারের মেলায় আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এই ডিজিটাল আইসিটি মেলার ক্রেতা-বিক্রেতা উভয় খুশি হয়েছেন। ডিজিটাল বাংলাদেশের একটি অংশ হিসেবে কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.