হলিউডে বছরজুড়ে ছিল অ্যানিমেশন ও অ্যাডভেঞ্চার ছবির জয়জয়কার। এ ধরনের ছবিগুলো বক্স অফিসে ব্যবসা যেমন করেছে বেশি, তেমনি ছিল দর্শকপ্রিয়তায়ও। এর বাইরে কিছু অ্যাকশন ছবিও এবার আলোচনায় ছিল। কমেডি ও রোমান্টিক ছবির আধিপত্য এ বছর একদমই দেখা যায়নি। এ ধরনের ছবিগুলো খুব কমই ব্যবসা করতে পেরেছে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রযুক্তিনির্ভর ছবিগুলোই দর্শকপ্রিয়তা ও ব্যবসা সফলতায় এগিয়ে ছিল। অ্যানিমেশন ও অ্যাডভেঞ্চারাস ছবিগুলোর মধ্যে এবার ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘ফাইন্ডিং ডোরি’, ‘ব্যাটম্যান ভারসেস সুপারম্যান: ডাউন অব জাস্টিস’, ‘রজু ওয়ান: এ স্টার ওয়ারস স্টোরি’ ছবিগুলো বছরজুড়েই ছিল আলোচনায়। অ্যাকশন ছবির মধ্যে এবার বক্স অফিসে চমক দেখিয়েছে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলির ছবি ‘ডেডপুল’ ও ‘সুইসাইড স্কোয়াড’। অভিনেতাদের মধ্যে রবার্ট ডাউনি জুনিয়র, রায়ান রেয়ল্ডস, রে ফিশার, জেমস মেকএভয়, এডি রেডমেনরা ছিলেন সফলতার চূড়ায়। অভিনেত্রীদের মধ্যে স্কারলেট জোহানসন ছিলেন সফলতার শীর্ষে। এছাড়াও জেনিফার লরেন্স, ক্যাথেরিন ওয়াটারস্টোনরা চমক দেখিয়েছেন নিজেদের ছবির মাধ্যমে। এ বছর বেশ কিছু তারকার জীবনাবসানও হয়েছে। এদের মধ্যে রয়েছেন কিংবদন্তিু সংগীত তারকা জর্জ মাইকেল, প্রিন্স, হলিউড অভিনেতা জেনি উইল্ডার, কেনি বেকার, হলিউড অভিনেত্রী ক্যালোরিন আহার্নি, সা সা গ্যাবর, লিজ স্মিথ প্রমুখ। ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ চলতি বছর হলিউডের সবচাইতে আলোচিত ঘটনা হলো তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিবাহ বিচ্ছেদ। দীর্ঘ কয়েক বছরের সম্পর্কের পর ২০১৪ সালে বিয়ে করেছিলেন পিট ও জোলি। তবে চলতি বছরই বিচ্ছেদ ঘটে তাদের। ২১শে সেপ্টেম্বর বিবাহ বিচ্ছেদের আবেদন কোর্টে করেন জোলি। সে সময়ই আলাদা হয়ে যান দু’জন। তাদের সন্তানদের দায়িত্ব অবশ্য জোলি পেয়েছেন। এদিকে এরই মধ্যে গুঞ্জন উঠেছে অন্য এক নারীর জন্যই পিট-জোলির সম্পর্ক ভেঙেছে। আর সে আর কেউ নন, হলিউড অভিনেত্রী কেট হাডসন। পিটের সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্ক চলছিল কেটের। আর সেটি আঁচ করেছিলেন জোলি। এমনকি পিটের সন্তানের মাও নাকি হতে চলেছেন কেট। আর তার জের ধরেই মূলত পিট ও জোলির সম্পর্কটা আর টিকলো না। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি ব্র্যাড পিট। মুখ খুলছেন না কেট হাডসনও। সর্বাধিক সফল অভিনেতা-অভিনেত্রী এ বছরের সর্বাধিক সফল হলিউড অভিনেতা হিসেবে এরই মধ্যে উঠে এসেছে রবার্ট ডাউনি জুনিয়রের নাম। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ এ দুর্দান্ত অভিনয়শৈলী প্রদর্শন করেছেন এ থার্টথ্রব তারকা। সুপারহিরো চরিত্রে এখানে অভিনয় করেছেন তিনি। এ ছবিতে অ্যাকশন দৃশ্যগুলোতে দুঃসাহসিক সব স্ট্যান্ট নিজে করেছেন রবার্ট। অন্যদিকে এবার সর্বাধিক সফল অভিনেত্রীর তকমা জুড়েছে স্কারলেট জোহানসনের নামের পাশে। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ এ তার অভিনয় দর্শক নজর কাড়ে। অন্যদিকে এ বছর ‘হেইল সিজার’ ছবিতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। অভিনয়ের বাইরে ‘জঙ্গল বুক’ ছবিতে ভয়েস দিয়েও আলোচনায় ছিলেন জেনিফার। বছরের ১০ ব্যবসাসফল ছবি ফাইন্ডিং ডোরি- পরিচালক: অ্যাঙ্কুস ম্যাকলেন, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার- পরিচালক: অ্যান্থনি রুশো ও জয়ি রুশো, দ্য সিক্রেট লাইফ অফ পেটস- পরিচালক: ক্রিস রেনুড, দ্য জাঙ্গল বুক- পরিচালক: জন ফেভিরু, ডেডপুল- পরিচালক: টিম মিলার, জটোপিয়া- পরিচালক: বাইরন হাওয়ার্ড ও রিচ মোর, ব্যাটমেন ভারসেস সুপারম্যান: ডাউন অফ জাস্টিস- পরিচালক: জেক স্নাইডার, সুইসাইড স্কোয়াড- পরিচালক: ডেভিড আইয়ার, রজ ওয়ান: এ স্টার ওয়ারস স্টোরি- পরিচালক: গেরিথ অ্যাডওয়ার্ডস ও ডক্টর স্ট্রেঞ্জ- পরিচালক: স্কট ডেরিকসন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.