এ বছর ‘মহুয়া সুন্দরী’ ছবিতে অনবদ্য অভিনয় করে বেশ প্রশংসিত হন স্বনামধন্য অভিনেত্রী সুচরিতা। অন্যদিকে মিনহাজ অভির ‘মেঘকন্যা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। নতুন বছরে ‘নকল স্বামী’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি গতকাল নিশ্চিত করেন ছবির পরিচালক রাজু চৌধুরী। তিনি বলেন, নতুন বছরে এ ছবির শুটিং শুরু করতে যাচ্ছি। এ ছবিতে শাকিব খানও থাকছেন। ছবির গল্পে সুচরিতাকে বাবা মা হারা শাকিবের চাচী মায়ের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। ছবির গল্প এখনই বলতে চাই না। কয়েকদিন পর মহরত করে সকল শিল্পীর নাম ঘোষণা করতে চাই। সুনান মুভিজের ব্যানারে নতুন এ ছবিতে সুচরিতা, শাকিব ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর। আশা করি এ ছবিটি দর্শকরা পছন্দ করবেন। গত ঈদে রাজু চৌধুরী শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে ‘শুটার’ নামে একটি ছবি পরিচালনা করেন। তবে নতুন এ ছবিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবে তা এখনও চূড়ান্ত হয়নি। ছবির নায়ক শাকিব খান বর্তমানে ‘নবাব’ ছবির কাজে ভারতে রয়েছেন। নতুন বছরে ঢাকা ফিরেই তিনি এ ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। উল্লেখ্য, সুচরিতা ঢালিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। ১৯৬৯ সালে শিশুশিল্পী হিসেবে ‘বাবলু’ ছবিতে প্রথম অভিনয় করেন। বড় বোন বেবী রিটার হাত ধরে অভিনয়ে তার পথচলা শুরু। ১৯৭২ সালে আজিজুর রহমান পরিচালিত ‘স্বীকৃতি’ ছবিতে প্রথম নায়িকা হিসেবে কাজ করেন। এরপর ১৯৭৭ সালে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত ‘যাদুর বাঁশী’ ছবিটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম এবং উজ্জলের সঙ্গে বেশ কিছু রোমান্টিক চলচ্চিত্রে তার সঙ্গে জুটি গড়ে ওঠে। ‘জীবন নৌকা’, ‘জনি’, ‘রঙ্গীন জরিনা সুন্দরী’, ‘ডাকু মনসুর’, ‘এখোনো অনেক রাত’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘কথা দিলাম’, ‘সমাধি’, ‘ত্রাস’, ‘দ্য ফাদার’, ‘দোস্ত দুশমন’, ‘আপনজন’, ‘নাগর দোলা’, ‘বাল্যশিক্ষা’, ‘বদলা’, ‘রকি’, ‘মাস্তান’, ‘তাল বেতাল’, ‘জানোয়ার’, ‘আসামী’, ‘তুফান’, ‘নদের চাঁদ’, ‘ঘর-সংসার’, ‘সাক্ষী’, ‘আঁখি মিলন’, ‘দাঙ্গা’, ‘অস্তিত্ব’সহ আরও অনেক ছবিতে জনপ্রিয়তার সঙ্গে কাজ করছেন এ অভিনেত্রী।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.