‘গুড মর্নিং জার্ভিস!’ ঘুম থেকে জেগেই বললেন মার্ক জাকারবার্গ। উত্তরে দিনের করণীয় কাজ, আবহাওয়ার অবস্থা, ঘরের তাপমাত্রা জানিয়ে দিল জার্ভিস। দিন কয়েক আগে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এমনই এক ভিডিও প্রকাশ করেন। যেখানে কথোপকথনের মাধ্যমে তাঁর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ধরনের কাজ করে। ঠিক জার্ভিসের মতো না হোক, কণ্ঠনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তাব্যবস্থা তৈরি করেছেন বাংলাদেশের চার তরুণ। নিজেদের তৈরি এই প্রকল্পের নাম তাঁরা দিয়েছেন ‘প্রোগ্রাম আই’। কথোপকথনের মাধ্যমে ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ, ঘরবাড়ির নিরাপত্তা বৃদ্ধিসহ ব্যক্তিগত সহকারীর কাজ করতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট। গতকাল শনিবার মুঠোফোনে এই প্রযুক্তি নিয়ে কথা হয় প্রোগ্রাম আইয়ের প্রকল্প প্রকৌশলী বাসুদেব চৌধুরীর সঙ্গে।
যেভাবে কাজ করে
মোবাইল প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট বাড়ির ধারণা বাস্তবায়ন করবে প্রোগ্রাম আই। দূর থেকে কণ্ঠের মাধ্যমে ঘরের ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ, নিরাপত্তার জন্য ঘরের দরজা-জানালা বন্ধ কিংবা খোলা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং দৈনন্দিন অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে এই প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট হলেও মূল প্রযুক্তিতে দৃশ্যমান কোনো যন্ত্র থাকছে না।
সারোয়ার জাহান
তবে নির্দেশ দেওয়ার জন্য কণ্ঠের পাশাপাশি দূর নিয়ন্ত্রণ যন্ত্র কিংবা মুঠোফোনের অ্যাপ ব্যবহার করতে হবে। এ কারণেই তিনটি ভাগে ভাগ করা হয়েছে এটি—কমান্ড অ্যাসিস্ট্যান্ট, রিমোট অ্যাসিস্ট্যান্ট ও মোবাইল অ্যাসিস্ট্যান্ট।
ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে পারে প্রোগ্রাম আই। বাসুদেব বললেন, বাংলা কিংবা যেকোনো ভাষায় নির্দেশ গ্রহণের ব্যবস্থা যোগ করা যাবে এতে। মার্ক জাকারবার্গ যেমন জার্ভিস নাম দিয়েছেন, চাইলে যেকোনো নাম যোগ করে সে নামে ডাকা যাবে এই রোবটকে।
বাসুদেব চৌধুরী
কণ্ঠ-নির্দেশ বা ভয়েস কমান্ডের মাধ্যমে দরজা-জানালা খোলা বা বন্ধ করা যাবে। কেউ জোরপূর্বক তালা ভাঙার চেষ্টা করলে বাড়ির কর্তাকে তা জানিয়ে দেবে, বাড়ির সীমানার মধ্যে অপরিচিত কেউ ঢুকে পড়লে তার ছবি পাঠিয়ে দেবে ব্যবহারকারীর কাছে। এ ছাড়া আগুন কিংবা ভূমিকম্পের সংবাদ জানিয়ে দেয় প্রোগ্রাম আই।
ঘরের লাইট, ফ্যান, এসি, ওয়াশিং মেশিন নিয়ন্ত্রণ করা যাবে, এমনকি কোনো কিছু না ছুঁয়েই বাগানে পানি দেওয়া যাবে প্রোগ্রাম আই দিয়ে। ব্যক্তিগত সহকারীর মতোই আপনাকে খবরের শিরোনাম, আবহাওয়ার বর্তমান অবস্থা ও পূর্বাভাস, গান শোনা, করণীয় ঠিক করা এবং কম্পিউটারে বিভিন্ন কাজ সারা যাবে।
সৌরভ রশিদ
ভবিষ্যৎ পরিকল্পনা
বাসুদেব বলেন, গুগল কিংবা আমাজনের মতো আমাদের অর্থ কিংবা দক্ষতা নেই। তবে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। নরসিংদী জেলা পরিষদে এরই মধ্যে ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণের জন্য প্রোগ্রাম আই ইনস্টল করা হয়েছে। আমরা অ্যাকসেস টু ইনফরমেশনে (এটুআই) প্রকল্পটি জমা দিয়েছি। ভবিষ্যতে আমরা আরও যন্ত্র প্রোগ্রাম আই দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করব।
রেজোয়ান কবির
নিরাপত্তার জন্য একজন মানুষ যা যা করতে পারে তা করতে পারবে প্রোগ্রাম আই। মনে করুন আপনি বিমানবন্দরে যেতে চান। সবার প্রথমে প্রোগ্রাম আই আপনার বাড়িঘরের নিরাপত্তা দেখবে। সবকিছু বন্ধ করবে। বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করবে। এরপর আপনাকে রাস্তার অবস্থা সম্পর্কে জানিয়ে দেবে। এবং সেখানে যেতে সম্ভাব্য সময়ও জানিয়ে দেবে। আপনার গাড়ির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে এটি।
দলের সদস্যরা
দলের চার সদস্য শিক্ষার্থী। বাসুদেব চৌধুরী কাজ করছেন প্রকল্প প্রকৌশলী হিসেবে, তিনি পড়ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজোয়ান কবির যুক্ত আছেন কর্মসূচি পরিকল্পনাকারী হিসেবে। কর্মসূচি ডিজাইনার সারোয়ার জাহান পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌরভ রশিদ কাজ করছেন বিশ্লেষক হিসেবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.