স্বীকার করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বললেন, ২০১৬ সালটি ছিল এক কঠিন বছর। তবে ২০১৭ সালে রাশিয়া অধিক সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পুতিন বলেন, বিশ্বকে উন্নত করতে হলে হতে হবে নরম মনের অধিকারী এবং সব মানুষের প্রতি আরো দয়ালু হতে হবে। বিগত বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা রাশিয়ায় তার এ বক্তব্য সম্প্রচার করা হয়। এতে তিনি বলেছেন, সাধারণ রাশিয়ানরা যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছেন তা আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। এর মূলে যা রয়েছে তা হলো- আমাদের নিজেদের প্রতি বিশ্বাস। আমাদের নিজেদের সক্ষমতায় বিশ্বাস ও আমাদের দেশের প্রতি বিশ্বাস। তাই আমরা সফলতার মাধ্যমে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার নতুন অবরোধ আরোপ করেছে রাশিয়ার ওপর। ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার ৩৫ কূটনীতিককে। তবে এর পাল্টা ব্যবস্থা নেন নি পুতিন। তিনি বরং বড়দিন ও নতুন বছর উপলক্ষে ক্রেমলিনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সন্তানদের। তার এমন কৌশলকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প ‘স্মার্ট পুতিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। কেউ কেউ বলছেন, এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ওবামাকে অবমাননা করেছেন তিনি। বর্তমান বিশ্বে একচ্ছত্র আধিপত্য যুক্তরাষ্ট্রের। সেই অবস্থানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে রাশিয়া। তারই কৌশল কিছুটা প্রকাশ পেয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচন ও কূটনীতিক বহিষ্কারের ঘটনায়। এ নিয়ে চারদিকে যখন নানা আলোচনা তখনই পুতিন বললেন, রাশিয়া হলো বিশাল, একক ও সুন্দর একটি দেশ। আশা প্রকাশ করেন ২০১৭ সালে এমন কিছু ঘটবে যা রাশিয়াকে শান্তি ও সমৃদ্ধির উন্নত শিখরে নিয়ে যাবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ২০১৬ পুরো বছরজুড়েই বিশ্বে গুরুত্বপূর্ণ অন্যতম দেশ হিসেবে আবির্ভাব ঘটে রাশিয়ার। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তা করতে রাশিয়া সমর্থন ও সহযোগিতা করে। এতে তুরস্কের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। একই সঙ্গে উত্তেজনা রয়েছে ইউক্রেন লড়াই নিয়ে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করতে রাশিয়া হ্যাকিং করেছে বলে অভিযোগ আছে। তারই ধারাবাহিকতায় রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার করেন প্রেসিডেন্ট ওবামা। এছাড়া, তুরস্কে বড়দিনের সামান্য আগে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে গুলি করে হত্যা করে এক পুলিশ কর্মকর্তা। এর কয়েকদিন পরে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয় কৃষ্ণ সাগরে। এতে ওই বিমানের আরোহীদের সবাই নিহত হন। এসব সমস্যা সমাধানে ২০১৭ সালে কিছু ‘মৌসুমী ম্যাজিক’ আসবে বলে আশা প্রকাশ করেন পুতিন। তিনি বলেন, নতুন বছর বরণের রাতে আমাদের সবাই হয়ে উঠতে পারি এক একজন ম্যাজিশিয়ান। তা করতে আমাদেরকে পিতামাতাকে ভালোবাসতে হবে। তাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। যত্ন নিতে হবে আমাদের সন্তান ও পরিবারের। সহকর্মীদের প্রতি থাকতে হবে সম্মান। বন্ধত্বকে লালন করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। যাদের প্রয়োজন এমন ব্যক্তির জন্য থাকতে হবে দয়া ও তাদেরকে সাহায্য করতে হবে। এটাই হলো গোপন কথা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.