দলের প্রধান এরশাদের নামে সব মামলা প্রত্যাহার না হলে নিউইয়র্ক থেকে আন্দোলনের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি (জাপা)।
দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক আলোচনা যুক্তরাষ্ট্র জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু হুশিয়ারী দিয়ে বলেন, আগামী সেপ্টেম্বরের আগেই এরশাদের নামে সব মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এলে বিএনপির মতো আমরাও কালো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াব।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত জাপার প্রেসিডিয়াম সদস্য আজম খান।
তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের মধ্যে বিনয়ের অভাব রয়েছে। এ কারণে সরকার অনেক ভাল কাজ করলেও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এত কিছুর পরও মানুষ আন্দোলনে নামছে না। কারণ সাধারণ জনগণের কাছে বর্তমান সরকারের বিকল্প নেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টিকে মানুষ যতই ভালবাসুক, ভোটের সময় বিকল্প হিসাবে তারা বিএনপি-জামাত জোটকেই চিন্তা করে। তবে সাধারণ মানুষ মনে করে বিএনপি-জামাত জোট ক্ষমতায় এলে দেশের অবস্থা আরো ভয়াবহ হবে। এ কারণে ইচ্ছার বাইরে হলেও মানুষ আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে চলেছে।
তিনি বলেন, এরশাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মামলা রয়েছে তা প্রত্যাহারের দাবিতে আমরা নতুন একটি আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশে গত তিন মাস ধরে এই আন্দোলন জোরালো হয়েছে। প্রবাসেও এই লক্ষ্য নিয়ে নেতা-কর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ইস্যুতে শৃঙ্খলিত চেয়ারম্যান এরশাদকে মুক্ত করতে হবে এবং এই আন্দোলনের ধারাবাহিকতা জাতীয় পার্টিকে আগামী দিনে ক্ষমতায় যাওয়ার আন্দোলনে রূপান্তরিত করতে হবে।
আজম খান বলেন, জাতীয় পার্টির এমপিরা যেভাবে সরকারের তোষণনীতি করেন তাতে আওয়ামী লীগ নেতারাও মাঝে মাঝে লজ্জ্বা পেয়ে যান। বিরোধী দল হিসাবে জাতীয় পার্টির যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকা তারা পালন করছেন না বলে দাবি করেন আজম খান।
যুক্তরাষ্ট্র জাপার সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলুর সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র জাপার প্রধান সমন্বয়কারী আব্দুন নূর বড় ভুঁইয়া, উপদেষ্টা গিয়াস মজুমদার, সহ-সভাপতি জসিম চৌধুরী, আব্দুর রহমান, আলতাব হোসেন, অনিক রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল করিম প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.