ভারত-ওমান ম্যাচ শুরুর আগে গ্যালারিতে বাংলাদেশ দল। লক্ষ্য অনুশীলনের আগেই ওমান দলের শক্তিমত্তাটা একটু দেখা নেয়া। আজ বাদে কালই এই ওমানের বিপক্ষে পুল ‘এ’-এর শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে রোমান-আশরাফুলদের প্রতিপক্ষ হবে চীন, যাদের গতকাল ৬-০ গোলে বিধস্ত করেছে পাকিস্তান। এদিন ওমানও সুবিধা করতে পারেনি। আগের দিন যে ভারতকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ, তাদের কাছে বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের আগে দেশ বিদেশে প্রস্তুতি নেয়া ওমান হেরেছে ১১-০ গোলের বিরাট ব্যবধানে। এতেই পরিষ্কার ওমান-বাংলাদেশ ম্যাচে কারা ফেভারিট। এরপরও ওমানের বিপক্ষে সর্বশক্তি নিয়েই মাঠে নামবে আশরাফুল, রোমান সরকাররা। লক্ষ্য ওমানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পাকিস্তানকে এড়িয়ে যাওয়া। অন্যদের সঙ্গে যতই ভালো খেলুক বাংলাদেশ, ওমান হলেই কেন জানি সেই পারফরম্যান্সে ভাটা পড়ে। সিনিয়র সদস্য হিসেবেই বিষয়টি লক্ষ্য করেছেন এই দলের অধিনায়ক রোমান সরকার। তাই ভারত জয়ের কথা ভুলে গিয়ে এই ম্যাচে মাঠে নামতে চান তিনি। আগের ম্যাচের নায়ক আশরাফুলেরও ইচ্ছা ওমানকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে। প্ল্যান মতো খেলতে পারলে কাজটা অনেক সহজ হবে বলে মনে করেন দলের কোচ জাহিদ হোসেন রাজু। তার মতে, এই টুর্নামেন্টে ভারত ভালো দল পাকিস্তানের চেয়ে। ভারতীয়রা দলগতভাবে খেলে। ওদের খেলোয়াড়দের মান প্রায় সবার সমান। যে কারণে বোঝাপড়াটা ভালো। পাকিস্তানের কয়েকজন হয়তো বেশ ভালো। কিন্তু অন্যরা সেই মানের না। এখানেই আমাদের ভালো সম্ভাবনা আছে। সামনের ম্যাচে ওমানকে হারাতে পারলে আমরা ওই গ্রুপে দ্বিতীয় হওয়া দলের বিপক্ষে খেলবো। তাতে আমাদের ফাইনালে ওঠার সম্ভাবনা বেড়ে যাবে। খুব সম্ভবত আমাদের চীনের মুখোমুখি হতে হবে। দল হিসেবে আমরা অবশ্যই এগিয়ে ওদের চেয়ে। ভারত ম্যাচ নিয়ে রাজু বলেন, ম্যাচের আগে খেলোয়াড়দের দেখে মনে হয়েছে ভালো কিছু করবে। ভালো প্রস্তুতি হওয়ায় ওদের মধ্যে কনফিডেন্স ছিল। তবে এটাই যে শেষ না, ডে বাই ডে আরো ম্যাচ খেলতে হবে। এখন আমাদের সম্বন্ধে দলগুলো জেনে ফেলেছে। তারা সেভাবেই প্রস্তুতি নিয়ে নামবে। পরের ম্যাচগুলো তাই সহজ হবে না। দল নিয়ে উচ্চাশা রয়েছে জাতীয় দলের কোচ মাহাবুব হারুনেরও। অভিজ্ঞ এই কোচের মতে, আগের ম্যাচে বাংলাদেশ দল যে পরিকল্পনা নিয়ে খেলেছে তাতে ওরা সফল হয়েছে। ভারত সবসময় ফুল অ্যাটাকে খেলে। তাদের বিপক্ষে কাউন্টার অ্যাটাকই ভালো পদ্ধতি।’ সামগ্রিকভাবে এই জয়টা দেশের হকির জন্যই ভালো হয়েছে উল্লেখ করে মাহাবুব হারুন বলেন, ছেলেরা টুর্নামেন্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচও খেলেনি। শুরুতেই ওরা ভারতের মুখোমুখি হয়েছে। সে হিসেবে তারা খুব ভালো খেলেছে। তবে এখন থেকে ফেডারেশনের উচিত হবে এ ধরনের আসরের আগে দলকে দেশে বিদেশে প্রস্তুতি ম্যাচ খেলিয়ে আরো বেশি তৈরি করে তোলা। ওমান ম্যাচের আগে বাংলাদেশ দলকে একটু সতর্ক করে জাতীয় দলের প্রধান নির্বাচক কামরুল ইসলাম কিসমত বলেন, আগের ম্যাচে ছেলেদের পারফরম্যান্স নিয়ে বলার কিছু নেই। সবাই দেখেছেন তারা কি অসাধারণ খেলেছে। গতকালের ম্যাচে গোলকিপিংয়ে শুধু একটু ঘাটতি ছিল, যে কারণে দুটি গোল বেশি হয়েছে। টিম প্রেসারে পড়ে গিয়েছিল। এখানে আমাদের একটু কাজ করার আছে।
ওমানকে বিধ্বস্ত করে ঘুরে দাঁড়ালো ভারত স্পোর্টস রিপোর্টার: বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের কাছে হারের স্বাদ পাওয়া ভারত ওমান ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। ‘পুল’-এর ম্যাচে ভারত তাদের নিজেদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশ ওমানকে বিধ্বস্ত করেছে ১১-০ গোলে। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ৬-০ গোলে। ম্যাচসেরা হয়েছেন ভারতের দিলপ্রিত সিং। দিনের অপর ম্যাচে একই ভেন্যুতে অনুষ্ঠিত পুল ‘বি’র অপর দুই ম্যাচে বড় জয় পেয়েছে চাইনিজ তাইপে এবং পাকিস্তান। চাইনিজ তাইপে ৯-০ গোলে হংকংকে ও পাকিস্তান ৬-০ গোলে হারায় চীনকে। আগের দিন চাইনিজ তাইপে ১-৬ গোলে পাকিস্তানের কাছে হেরেছিল। চীনের এটা টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে তারা ৬-০ গোলে হংকংকে হারিয়েছিল।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.