ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল স্টার্টআপ সম্মেলন’। এই আয়োজন স্টার্টআপদের নিয়ে এ পর্যন্ত অনুষ্ঠিত সবচেয়ে বড় আয়োজন। তথ্যপ্রযুক্তি খাতের দেশীয় তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই সম্মেলন আয়োজন করেছে গত মাসে নতুন আত্মপ্রকাশ করা বাণিজ্য সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ অ্যালায়েন্স ফর ফেয়ার কম্পিটিশন। আয়োজনে সহযোগিতা করছে ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।
দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে ২০ জন সফল তরুণ ডিজিটাল উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার কথা বলবেন। দ্বিতীয় পর্বে আলোচনা হবে আগামীতে নতুন ও তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন কী ধরণের চ্যালেঞ্জ আসছে এবং কী ধরণের সরকারি নীতিমালা দরকার—যাতে ডিজিটাল সার্ভিস ইন্ডাস্ট্রিতে আরো অনেক সফল উদ্যোক্তা তৈরি হয়।
সর্বমোট ৩০ জন বক্তা উপস্থিত থাকবেন এই সম্মেলনে। এ ছাড়া প্রযুক্তি খাতের বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত থাকবেন। কীভাবে ডিজিটাল স্টার্টআপ সহায়ক নীতিমালা তৈরি করা যায় সেসব বিষয় নিয়ে বক্তব্য রাখবেন বেসিসের সভাপতি ও বাফকমের আহ্বায়ক মোস্তাফা জব্বার, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, প্রথম আলোর যুব সমন্বয়ক মুনির হাসান, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, এমসিসিআই এর পরিচালক হাবিবুল্লাহ এন করিম, ডিইউআইটিএস এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান প্রমুখ।
এছাড়া সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা ও সফলতার গল্প শোনাবেন রকমারি ডটকমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, চালডাল ডটকমের প্রধান নির্বাহী ওয়াসিম আলিম, বাগডুম ডটকমের প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ, টিম ইঞ্জিনের প্রধান নির্বাহী সামিরা জুবেরী হিমিকা, ফিফোটেকের প্রধান নির্বাহী তৌহিদ হোসেন, প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খাঁন, আইটি বাজারবিডির প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন রিয়াদ, এসো ডটকমের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, বন্ডস্টেইনের সহ-প্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলাম, বিল্যান্সারের প্রতিষ্ঠাতা শফিউল আলম, চলো ডটকমের প্রধান নির্বাহী দেওয়ান শুভ, ডক্টরোলার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মতিন ইমন, থার্ডবেলের প্রতিষ্ঠাতা সাব্বির রহমান তানিম, হাংরিনাকি ডটকমের প্রধান নির্বাহী তাউসিফ আহমেদ, সিন্দাবাদ ডটকমের প্রধান নির্বাহী জিসান কিংসুক হক, চালডাল ডটকমের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ ও প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামী।
বেলা ৩টা থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগ্রহী যে কেউ এতে রেজিস্ট্রেশন ছাড়াই অংশ নিতে পারবেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.