পাঁচ বছর পর আবার পর্দায় আসছে ‘আন্ডারওয়ার্ল্ড’ সিরিজের নতুন ছবি। এবারের ছবির নাম ‘আন্ডারওয়ার্ল্ড: ব্লাড ওয়ারস’। আগামীকাল ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাড়া জাগানো এই ছবি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। এই পৃথিবীতে অপরাধ জগতের ডনদের বসবাস নয়; সেখানে বাস করে ভ্যাম্পায়ার আর নেকড়ে-মানবেরা। আর আছে নেকড়ে-মানবদের উন্নত প্রজাতি লাইক্যান, যারা যেকোনো সময় মানুষের রূপ ধারণ করতে পারে, আবার নেকড়েও হয়ে যেতে পারে। ভ্যাম্পায়ার আর নেকড়ে-মানবদের লড়াইয়ের গল্প আছে টোয়ালাইট সিরিজেও। কিন্তু সেখানে মূল গল্পটা একজন রক্তমাংসের মানবীর সঙ্গে এক মহাশক্তিধর ভ্যাম্পায়ারের প্রেমের। আন্ডারওয়ার্ল্ড সিরিজেও প্রেম আছে। তবে সেই প্রেম সেলেন নামের এক ভ্যাম্পায়ার তরুণীর সঙ্গে ভ্যাম্পায়ার-লাইক্যান মাইকেল করভিনের। ভ্যাম্পায়ার আর নেকড়ে-মানবদের লড়াইয়ের গল্প নিয়ে আন্ডারওয়ার্ল্ড সিরিজের চতুর্থ ছবি ‘আন্ডারওয়ার্ল্ড: অ্যাওয়াকেনিং’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। মুক্তির পরই টপচার্টের শীর্ষস্থান দখল করেছিল ছবিটি। সাত কোটি ডলার বাজেটের এই ছবি মুক্তির প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রে আয় করেছে আড়াই কোটি ডলারেরও বেশি। ‘আন্ডারওয়ার্ল্ড: অ্যাওয়াকেনিং’-এর এমন সাফল্যের পর পঞ্চম পর্ব অবধারিত হয়ে ওঠে। দর্শকরাও আগ্রহভরে অপেক্ষা করেন পরবর্তী ছবির জন্য। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। যথারীতি এ ছবিতেও প্রধান চরিত্রে আছেন কেট বেকিনসেল। আরো রয়েছেন থিও জেমস, লারা পলভার, পিটার অ্যান্ডারসন, ব্র্যাডলি জেমস, চার্লস ড্যান্স প্রমুখ। শ্বাসরূদ্ধকর গল্প, গা শিউরে ওঠা ভৌতিক আবহ আর দুর্দান্ত অ্যাকশন দৃশ্য সংবলিত এ ছবি দর্শকদের মন জয় করার পাশাপাশি বক্স অফিসেও ঝড় তুলবে বলে আশা করা হচ্ছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.