সকাল থেকেই রাজধানীর মহাখালী রেল লাইনের পাশের একটি আম গাছে একজন অজ্ঞাত যুবকের মৃত দেহ ঝুলছে। সকাল থেকেই মানুষের ভিড়, কেউ জানেনা কে এই যুবক। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। কেউ গিয়ে লাশ টা নামাচ্ছে না। কেউ কেউ মনে করছে ছেলেটা হয়ত মহাখালী ডিওএইচএস এর কোন গার্ড আবার কেউ কেউ ভাবছিল কোন গার্মেন্টস অথবা কোন কোম্পানিতে কাজ করে এমন কেউ।
কিন্তু কেন এই লাশ গাছে ঝুলছে? এটা কি খুন না আত্মহত্যা? কেউ ই সঠিক যানে না। এমনকি কেউ স্বীকার ও করছে না একে চেনে। কেউ কি ভয় এ বলছে না নাকি সত্যি কেউ চিনে না? সবই যেন রহস্য।
অবশেষে দুপুর ১ টার দিকে জিআরপি পুলিশ ও বনানী থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির গায়ে প্যান্ট ও সোয়েটার পরিহিত ছিল।