স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়েই সাস্কাটুন কমিউনিটি রেডিও’র অনুষ্ঠান “বাংলার গান ও কথা”র জন্ম সম্পূর্ণ একক উদ্যোগ ও প্রচেষ্টায়। সাস্কাটুন শহরের বাঙ্গালীদের কন্ঠস্বর তুলে আনতে এবং তাদেরকে সমাজ পরিবর্তনের বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত করবার লক্ষ্যেই এই রেডিও অনুষ্ঠানটি কাজ শুরু করে । পরবাসী বাঙ্গালীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের ইতিহাস, সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে তাকে জিইয়ে রাখতে। প্রবাসী বাঙ্গালী হিসেবে শেকড়ের সাথে সংযুক্ত থাকবার জন্য এবং বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য “বাংলার গান ও কথা” কমুনিটির সজীব দৃষ্টি ভঙ্গির সদস্যদের সহযোগিতায় অবিরাম কাজ করে যাচ্ছে গত চার বছর ধরে। মুক্তিযুদ্ধের চেতনা যেন সারাটি বছর শ্রোতাদেরকে উজ্জীবিত করে এবং সকলের হৃদয় জুড়ে যেন থাকে তাঁদের মহান আত্মত্যাগের কথা এবং আমাদের স্বাধীনতার মূলমন্ত্র। এই লক্ষ্যে অনুষ্ঠানটি তুলে ধরছে মুক্তিযুদ্ধের উপর তথ্য,গল্প, ইতিহাস এবং বিভিন্ন ধরণের শিক্ষামূলক আলোচনা। প্রবাসী তরুণ প্রজন্মকে নিয়মিতভাবে একুশ এবং স্বাধীনতা যুদ্ধের গল্প শোনানোর জন্য ‘বাংলার গান ও কথা’ নতুন বছরে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছে যা আমাদের সকলকে জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান করতে শেখাবে আর মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে শেখাবে শুধুমাত্র বিজয় আর একুশের মাসেই নয়, সারাটি বছর, প্রতিটি দিন এবং প্রতিটি ক্ষণ ।
‘বাংলার গান ও কথা ‘র সঙ্গে থাকুন এবং অন্যকে শুনতে উদ্বুদ্ধ করুন। কারণ নিয়মিত এই অনুষ্ঠানটি শোনার অভ্যাস আমাদের সামাজিক জীবন সম্পর্কে সূক্ষ অন্তর্দৃষ্টি, উচ্চস্তরের বস্তুনিষ্ঠ কল্পনা, বাঙ্গালীর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনে সহায়তা করবে।
আমরা বাংলার কথা বলি, অভিবাসীদের জীবন যাত্রার মান উন্নয়নের কথা বলি, জনসচেতনার কথা বলি এবং অন্তর বিকশিত করার কথা বলি।অভিবাসীদের জীবন যাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে আন্ত :সাংস্কৃতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা ও সংস্কৃতির সেতুবন্ধন এর জন্য ‘ বাংলার গান ও কথা’ দৃঢ় ভাবে অঙ্গীকারাবদ্ধ । এই অনুষ্ঠানের সাথে যুক্ত প্রতিটি কর্মী কমিউনিটি স্বেচ্ছাসেবক। আপনাদের ভালোবাসা এবং সহযোগীতা আমাদের সর্বসময়ের পাথেয়।
আপনারা ‘ বাংলার গান ও কথা ‘ শুনতে পাবেন প্রতি রবিবার সাস্কাটুন সময় সকাল ১০.oo টায় , বাংলাদেশ সময় রবিবার রাত ১০.০০ টায় , কলকাতা সময় রাত ৯.৩০ টায় , টরন্টো , অটোআ , নিউ ইওর্ক এবং মন্ট্রিয়েল সময় সকাল ১২ টায়, শুধুমাত্র সাস্কাটুন শহর থেকে শুনতে পাবেন CFCR ৯০.৫ এফ এম এ অথবা সরাসরি অনলাইনেও শুনতে পারেন নিচের লিঙ্কটিতে ক্লিক করে –
http://www.cfcr.ca/onair পৃথিবী
” আমি বাংলায় ভালোবাসি, আমি তাঁরই হাত ধ’রে পৃথিবীর মানুষের কাছে আসি”………….
জেবুন্নেসা চপলা
প্রতিষ্ঠাতা ‘বাংলার গান ও কথা’
CFCR কমিউনিটি রেডিও, সাস্কাটুন, কানাডা।