আর মাত্র ৪ দিন বাকি। এরপরই ২০শে জানুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডনাল্ড ট্রাম্প। ওইদিন তার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা। পুলিশ ও সেনাবাহিনীর ১৬ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে নিরাপত্তা বলয় তৈরিতে। এফবিআই বলেছে, গঠন করা হয়েছে বিশেষজ্ঞ টাস্কফোর্স। তারা গ্যাস বা রাসায়নিক হামলা মোকাবিলার দায়িত্বে থাকবে। গোয়েন্দাদের আশঙ্কা ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ড্রোন ব্যবহার করে এমন হামলা হতে পারে। এজন্য ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি স্টার। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস পরিচালক জোসেফ ক্লানসি বলেছেন, ২০শে জানুয়ারি অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলার জন্য এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে কাজ করছেন তার সংস্থার এজেন্টরা। ওইদিন যদি কোনো ড্রোন দেখা যায় তাহলে তা ধ্বংস করে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হতে পারে ওয়াশিংটন ডিসিতে। ফলে নিরাপত্তা রক্ষা করা খুব কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে। তাই ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ ভিন্ন এক কৌশল নিয়েছে। তারা বলেছে, বালু ও সিমেন্ট ভর্তি করা হবে আবর্জনা ফেলার ট্রাকে। তারপর তা ক্যাপিটল বিল্ডিংয়ে আসা-যাওয়ার পথে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে যাতে অন্য কোনো যানবাহন ওই এলাকায় প্রবেশ করতে না পারে। যানবাহনে বিস্ফোরক নিয়ে কোনো আত্মঘাতী হামলাকারী জনতার ভিড়ে প্রবেশ করতে না পারে। তবে শপথ অনুষ্ঠান চলাকালে ২০টি গ্রুপকে বিক্ষোভ করতে ও মার্চ করতে অনুমতি দেয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মাইকেল চারটপ বলেছেন, এবার এমন নিরাপত্তা দেয়া হবে যা আমি কোনো শপথ অনুষ্ঠানের জন্য কখনও ভাবি নি। শপথ অনুষ্ঠানের পরিকল্পনায় রয়েছে কংগ্রেশনাল কমিটির চেয়ারম্যান সিনেটর রয় ব্লান্ট। তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থার লোকজন প্রকাশ্যে যা বলছেন গোপনীয়ভাবেও তাই বলছেন। আগেকার চেয়ে এবার বিভিন্ন দিক থেকে আরও বেশি হুমকি রয়েছে। ধারণা করা হচ্ছে, ৭০ বছর বয়সী ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের ১০ কোটি মানুষের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে আরো ৫০ কোটি মানুষ সরাসরি উপভোগ করবেন। পেনসিলভ্যানিয়া এভিনিউ থেকে হোয়াইট হাউ পর্যন্ত প্যারেডের পরই শুরু হবে এই অনুষ্ঠান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.