নারায়ণগঞ্জে ৭ খুনের দায় র্যাবের নয়। এটি যারা করেছেন তাদের। কোনো ব্যক্তির অপরাধ কখনোই র্যাব নেবে না। বললেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
শুক্রবার দুপুরে রংপরের আলমনগরে শীতার্ত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
বেনজির আহমেদ বলেন, ১৩ বছর ধরে র্যাব তাদের ত্যাগ, পেশাদারিত্ব ও দক্ষতায় মানুষের আস্থা অর্জন করেছে। এই ভাবমুর্তি রক্ষায় র্যাব সচেষ্ট রয়েছে।
তিনি বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যার তদন্তে পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত করছে। যতক্ষণ পর্যন্ত খুনিরা চিহ্নিত না হয় সে পর্যন্ত র্যাব তদন্ত চালিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল আনোয়ার লতিফ, র্যাব-১৩ কমান্ডার আতিক উল্লা, র্যাবের মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ ও রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি বশির আহম্মেদ।
বেনজির আরো বলেন, ১৬ কোটি মানুষের দেশে ১ শতাংশ বা তার কম সন্ত্রাসী হলেও তা ভয়ংকর। উত্তরাঞ্চলে জঙ্গির উৎপত্তির কারণ অনুসন্ধানে ১৪ টি জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা কার্যক্রম চলছে। এর প্রেক্ষিতে প্রতিকারমূলক ব্যবস্থা নেয়া হবে।
৭ খুনের ঘটনায় র্যাব-১১ এর সাবেক কমান্ডার তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.