আইসল্যান্ড নাম শুনলেই মনে হয় বরফে ঢাকা এক পৃথিবী, যেখানে একমাত্র রং হলো সাদা। যেখানে সারা বছর ক্রমাগত তুষার পড়ে আর বাতাসে শুধুই তুষারঝড়ের গান। কিন্তু আসলে কি তাই? একদম না! নাম আইসল্যান্ড হলেও এই দেশ মোটেই বরফে ঢাকা নয়! এমনকি তেমন ভয়ঙ্কর ঠাণ্ডাও নয়। বরং কল্পকাহিনীর মতো চোখজুড়ানো সব দৃশ্য। এবার চলতি মাসের শেষদিকে ইউরোপের আইসল্যান্ডে যাচ্ছেন চিত্রনায়িকা ববি। সেখানে তিনি তার প্রযোজিত ও অভিনীত ‘বিজলি’ ছবির একটি গানের দৃশ্যায়নে অংশ নেবেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। এ ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এ প্রসঙ্গে ববি মানবজমিনকে বলেন, চলতি মাসের শেষ দিকে আইসল্যান্ডে যাচ্ছি। ‘বিজলি’ ছবির সব কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মুম্বইয়ের একটি স্টুডিওতে সুনিধির গাওয়া একটি গানের রেকর্ড হয়। চমৎকার গেয়েছেন সুনিধি। মূলত এ গানটির শুটিং হবে আইসল্যান্ডে। এ গানের কথা লিখেছেন ভারতের রবি বাসনেত। সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের আহম্মেদ হুমায়ুন। আশা করি এ গানটি দর্শক পছন্দ করবেন। ‘বিজলি’ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। ববি আরো বলেন, আমার কাছে মনে হয়েছে দর্শকের জন্য ভিন্নধারার ছবি দরকার। এখনকার চলচ্চিত্রগুলো একঘেয়ে হয়ে যাচ্ছে বলে দর্শকের কাছে তা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। ‘বিজলি’ ছবিটি সেভাবে নির্মাণ করা হয়েছে। আশা করি দর্শক শুধু গান না, পুরো ছবিটি পছন্দ করবেন। উল্লেখ্য, গত সপ্তাহে ববি অভিনীত ‘এক রাস্তা-ওয়ান ওয়ে’ ছবিটি মুক্তি পেয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও বাপ্পি। এ ছবিটিও পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.