কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লি. ও ড্যান ফুডস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিটিতে স্বাক্ষর করেন কনকর্ড এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক (মার্কেটিং) অনুপ কুমার সরকার ও ড্যান ফুডস
লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ফিরোজ আহমেদ। এর ফলে কনকর্ড এন্টারটেইনমেন্টের বিনোদনকেন্দ্রে (ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম) বিজ্ঞাপন, ইভেন্ট এবং অ্যাক্টিভেশনের আয়োজন করবে ড্যান ফুডস। তাদের উৎপাদিত পণ্য বিনোদনকেন্দ্র দুটিতে সরবরাহ করা হবে।