সেই মিচেল স্টার্কই ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট দখলের বিশ্বরেকর্ড গড়লেন। অস্ট্রেলিয়ার এ পেসারের ওয়ানডে অভিষেক হয় ২০১০ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে। বিশাখাপত্তমে অভিষেক ম্যাচে হতাশ হতে হয় তাকে। ৮.৫ ওভারে ৫১ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তবে নিজের জাত চেনাতে ভুল করেননি অস্ট্রেলিয়ার এ পেসার। ওই বছর নভেম্বরে নিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৭ রানে ৪ উইকেট নেন। তারপরও ক্যারিয়ারের ৫০ ওয়ানডে উইকেট পেতে তাকে খেলতে হয় ২৯ ম্যাচ। তার চেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেন ২১ জন। দ্রুততম মাত্র ১৯ ম্যাচে ৫০ উইকেট দখলের রেকর্ড শ্রীলঙ্কার অজান্থা মেন্ডিসের। মেন্ডিসের চেয়ে ১০ ম্যাচ বেশি খেলে স্টার্ক ৫০ উইকেট পান। কিন্তু পরের ধাপে দ্রুত এগিয়ে যান তিনি। সবচেয়ে কম ওয়ানডে খেলে উইকেটের সেঞ্চুরি গড়লেন সেই স্টার্ক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩২ রানে ৩ উইকেট নেন তিনি। এতে ওয়ানডেতে তার মোট উইকেট এখন ১০১। মাত্র ৫২ ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে ওয়ানডেতে সবচেয়ে কম-৫৩ ম্যাচ খেলে ১০০ উইকেটের কৃতিত্ব ছিল সাকলাইন মুশতাকের। পরের ৫০ উইকেট নিতে স্টার্ক খেলেন ২৩ ম্যাচ। অথচ দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড গড়া সেই অজান্থা মেন্ডিস ১০০ উইকেট নিতে খেলেন ৬৩ ম্যাচ! এখন ৮৭ ওয়ানডে খেলে তার উইকেট ১৫২। মিচেল স্টার্ক আরো একটি রেকর্ড গড়েছেন। ইতিমধ্যে তিনি ১১ বার এক ম্যাচে চারের অধিক উইকেট নিয়েছেন। ১০০ উইকেট পেতে এত বেশি বার কেউ চারের বেশি উইকেট নেননি। এর আগে ১০০তে সর্বোচ্চ ১০ বার চারের বেশি উইকেট নেন ওয়াকার ইউনুস। জয়ে ফিরলো অস্ট্রেলিয়া বড় লজ্জা নিয়ে টেস্ট সিরিজ শেষ করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ হারের লজ্জা পেয়েছে অজিরা। কিন্তু ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ৫ ম্যাচ সিরিজের প্রথমটি তারা জিতলো ৩ উইকেটে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে গিয়ে ৮ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৯ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৫ চারে ৯২ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারোন ফিঞ্চ করেন ৫৬ রান। এছাড়া জর্জ বেইলি করেন ৫৪ বলে ৩৯ রান। স্মিথ ও বেইলি চতুর্থ উইকেটে যোগ করেন সর্বোচ্চ ৬২ রান। এর আগে দলীয় মাত্র ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর তিলকারত্নে দিলশান ব্যক্তিগত ২২ ও দলীয় ৪৫ রানের মাথায় ফেরেন। এতে বেশ চাপে পড়ে লঙ্কানরা। তবে তৃতীয় উইকেটে তাদের লড়াইয়ে ফেরান দিনেশ চন্ডিমাল ও কুশল মেন্ডিস। তারা যোগ করেন সর্বোচ্চ ৭৯ রান। মেন্ডিস ৯৫ বলে ৬৭ রানে ফিরলেও ১১৮ বলে ৮০ রানে অপরাজিত থাকেন চন্ডিমাল। চন্ডিমাল এদিন বেশ ধীরে ধীরে শুরু করেন। ৪৬ বল মোকাবিলার পর প্রথম চার মারেন তিনি। আর ৮০ রান করতে মারেন ৩টি চার। অস্ট্রেলিয়ার হয়ে জেমস ফকনার ৪ ও মিচেল স্টার্ক নেন ৩ উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার একই মাঠে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.