কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবী অগণিত ভক্ত-শ্রোতা রেখে ১৯৯০ সালের ২০শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। কিন্তু তার গান এবং সংগীতময় কর্মযজ্ঞ তাকে শ্রোতাদের কাছে চিরকালের জীবন্ত এক বন্ধনে বেঁধে রেখেছে। শ্রোতার মনে এক বিশাল আসনে তার অবস্থান। যার কণ্ঠের আবেগে মানুষ মাহমুদুন্নবীকে নিজের একজন মনে করে ভালোবাসেন আজো। তার গানগুলো নতুন প্রজন্ম নতুন করে শুনছেন মুগ্ধ হচ্ছেন। তার সন্তানরাও তাদের সংগীত দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। মাহমুদুন্নবীর ২৬তম মৃত্যুবারর্ষিকী উপলক্ষে তার চার সন্তান ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, তানজিদা নবী ও পঞ্চম নবী আজ বাংলাভিশনে বিকাল ৫টা ৪৫ মিনিটে ‘সুরের আয়না’ অনুষ্ঠানে গান ও স্মৃতিকথা নিয়ে অংশ নেবেন। একইদিনে দেশ টিভিতে রাত ১১টা ৪৫ মিনিটে সরাসরি গান শোনাবেন এ চারজন। ফাহমিদা নবী বলেন, চ্যানেল আই যাত্রা শুরুর বছরে ইজাজ খান স্বপনের নির্দেশনায় আব্বাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করে। গত ২০শে ডিসেম্বর আমরা দু’বোন ‘গানে গানে সকাল শুরু’তে আব্বার গান গেয়েছি। তাই তিনটি চ্যানেলেরই প্রতি কৃতজ্ঞ। দেশ টিভি আগামী বছর বিশেষ অনুষ্ঠান করবে। আজকের দুটি অনুষ্ঠানই দেখার জন্য দর্শকের কাছে বিশেষ অনুরোধ রইলো।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.