সবার জীবনেই প্রেম আসে । আর প্রেমের ক্ষেত্রে রাজা-রাণী সবাই সমান । সবারই তো মন বলে একটি জিনিস আছে । তবে এটি যদি বিশেষ কারো ক্ষেত্রে হয় তাহলে তো আর কথাই নেই ।
আপনি কি জানেন তেমনই একখানা চিঠির ( প্রেমপত্র ) দাম ১৪ হাজার পাউন্ড৷ যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ লাখ টাকা ।
চোখ কপালে তোলার দরকার নেই৷ চিঠিটি যদি ইংল্যান্ডের রানি এলিজাবেথের হয়, আর তিনি যদি রাজা ফিলিপের সঙ্গে তাঁর প্রেম কাহিনির বর্ণনা করেন চিঠিতে, তবে এ আর এমন কী ? ইংল্যান্ডের আমজনতা অন্তত তেমনটাই মনে করেন৷
এমন রাজসিক কাণ্ডকারখানাতেই তো অভ্যস্ত গোটা দেশ৷ হয়তো বা গোটা বিশ্বও৷ চিঠিটি লেখা হয়েছিল ৬৯ বছর আগে৷ সালটা ১৯৪৭৷
আজকের নবতিপর রানি এলিজাবেথ, তখন বছর একুশের তরুণী৷ রাজা ফিলিপের প্রেমে হাবুডুবু অবস্থা৷ ফিলিপ অবশ্য তখন রাজা হননি, যুবরাজ৷ সেই প্রেম কাহিনির গল্প চিঠির ছত্রে ছত্রে৷ সাধে কী আর ২ পাতা চিঠির দাম ১৪ হাজার পাউন্ড৷
আসলে ‘রয়্যাল ম্যারেজ’-এর পরপরই স্যুভেনির বের করাটা রাজবাড়ির দস্ত্তর৷ সেই জন্যই চিঠিটি বেটি শ ‘কে লিখতে রাজি হয়েছিলেন এলিজাবেথ৷ শ ছিলেন স্যুভেনির তৈরির দায়িত্বে৷ ২ পাতার চিঠিটি বিয়ের ঠিক একমাস আগে লেখা৷
কী নেই সেই চিঠিতে? কোথায় তাঁদের প্রথম সাক্ষাত্, লন্ডনের নাইট ক্লাবে তাঁদের নাচ, ফটোগ্রাফারের ক্যামেরা এড়াতে কীভাবে স্পোর্টস কারের গতি বাড়িয়ে ‘হাওয়া’ হয়ে গিয়েছিলেন ফিলিপ৷ ভীষণই অকপট সেই চিঠি৷ চিঠিতে রয়েছে প্রথম সাক্ষাতের বর্ণনা৷
ডার্টমাউথের রয়্যাল নেভাল কলেজে ৩৯-এর জুলাইয়ে তাঁদের দেখা হয়েছিল৷ এলিজাবেথ তখন ১৩, ফিলিপ সদ্য ১৮-য় পা দিয়েছেন৷ তবে ভবিষ্যত রানির একটু সংশয় রয়েছে এই প্রথম সাক্ষাত্ নিয়ে৷ সংশয় প্রকাশ করে এলিজাবেথ লিখেছেন ডাচেস অফ কেন্টের বিয়েতেই হয়তো বা তাঁদের প্রথম দেখা হয়েছিল৷
তবে যখনই দেখা হোক, তার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ৷ যুবরাজ ফিলিপ তখন সেনাবাহিনীতে যোগ দিয়েছেন৷ ফলে ওই সময় তাঁদের দেখাই প্রায় হত না৷
চিঠিতে আক্ষেপ ঝরে পড়েছে এলিজাবেথের৷ লিখছেন মেরেকেটে ৩ বছরে মাত্র বারদুয়েক দেখা হয়েছিল তাঁদের৷
এত দিন বাদে সেই চিঠি উঠল নিলামে৷ দাম উঠল ১৪ হাজার পাউন্ড৷ এতটা অবশ্য আশা করেননি কেউই৷ নিলামদাররা ভেবেছিলেন চিঠি ‘বেচে’ মেরেকেটে ৮০০ থেকে ১২০০ পাউন্ড পাওয়া যেতে পারে৷
সেখানে ১৪ হাজারে সকলেই হতবাক৷ যিনি চিঠিটি কিনেছেন তাঁর পরিচয় অবশ্য গোপন রাখা হয়েছে৷ রানির ৯০ তম জন্মদিন পালনে যখন গোটা দেশ মাতোয়ারা, তখন তাঁর চিঠির এমন কদরে খুশি সকলেই৷
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.