চীনের কেন্দ্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিরা সাংহাই ও হুনানের ছয়টি হাসপাতালের চিকিত্সকদের ঘুষ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ দেওয়ার পরিমাণ ছিল ওষুধ বিক্রির মোট অর্থের ৩০ থেকে ৪০ শতাংশ। সাংহাইয়ের দুর্নীতি-বিরোধী কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করছে। আর হুনানের কর্তৃপক্ষ ওষুধ কোম্পানিগুলোর বিক্রি ব্যবস্থাপনা তদারকির ক্ষেত্রে মনোন্নয়নের ঘোষণা দিয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন এ ঘটনা তদন্তে একটি দল পাঠিয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.