জনপ্রিয় নায়ক সালমান শাহের ৪৫তম জন্মবার্ষিকী (জন্ম ১৯শে সেপ্টেম্বর) উপলক্ষে এফডিসিতে আজ বিকাল ৫টায় ‘সালমান শাহ উৎসব ২০১৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সালমান শাহ স্মৃতি পরিষদ আয়োজিত এফডিসির জসিম ফ্লোরে তারকা, পরিচালক, প্রযোজক, সাংবাদিক এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে এই উৎসবে থাকছে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, উদ্বোধক থাকবেন সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। প্রধান আলোচক রেদুয়ান খন্দকার। বিশেষ অতিথি থাকবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, প্রযোজক ও পরিচালক সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। সভাপতিত্ব করবেন সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি। আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবে নায়ক ওমর সানী, মৌসুমী ও শাকিব খানের উপস্থিতি। এছাড়াও চলচ্চিত্রাঙ্গনের নবীন প্রবীণ তারকারা উপস্থিত থাকবেন। সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হবে। উল্লেখ্য, সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯শে সেপ্টেম্বর নানাবাড়ি দাড়িয়া পাড়া, সিলেটে। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন। স্বল্প সময়ের মধ্যে সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.