মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে কেন জামিন দেয়া হবে না-এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল চার সপ্তাহের এ রুল জারি করেন। আদালতে এমপি রানার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার ও ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু। এর আগে গত বছরের ৯ই অক্টোবর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রানার জামিন আবেদন খারিজ করে দেন। পরে ২৮শে নভেম্বর ও ১১ই ডিসেম্বর হাইকোর্টের দুটি পৃথক দ্বৈত বেঞ্চ রানার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ই জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর ফারুক আহমেদের স্ত্রী টাঙ্গাইল থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে ওই হত্যা মামলায় মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে প্রধান আসামি এবং তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে গত বছরের ৩রা ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর রানা গত বছরের ১৮ই সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে রানার জামিনের আবেদন খারিজ করে দেন আদালত। পরে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। রানা বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ইতিমধ্যে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ রানা ও তার তিন ভাইকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রের অনুমোদন চেয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.