এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে জনসাধারণকে আর ডিএমপির ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার হবে না। অনলাইনেই আবেদন করে বাসায় বসে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
এজন্য যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিংবা মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে পিসিসি ডট পুলিশ ডট গভ ডট বিডি http://pcc.police.gov.bd ওয়েবসাইটে থাকা আবেদন ফরম পূরণ করতে হবে।
রোববার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
পুলিশের আইজি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবীর বিন আনোয়ার।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.