চাঁদে যাওয়া সর্বশেষ ব্যক্তি মার্কিন নভোচারী জিন সারনেন মারা গেছেন বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। ৮২ বছর বয়সে মারা যান তিনি।
যে তিনজন ব্যক্তি চাঁদে দু’বার গিয়েছেন তাদের একজন সারনেন। ১৯৭২ সালে সারনেন চাঁদের পিঠে শেষ পা রেখেছিলেন। এরপর আর কেউ চাঁদে যায়নি। ওই সময় তিনি ‘অ্যাপোলো ১৭’ মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২জন নভোচারী চাঁদে গিয়েছিলেন। তাদের মধ্যে এখনো ছয়জন জীবিত আছে।
সারনেনের পরিবার জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। এর বেশি পরিবারের তরফ থেকে আর কিছু জানানো হয়নি।
বিবিসি জানায়, ‘অ্যাপোলো ১৭’ মিশনের নেতৃত্বে দেয়ার আগে সারনেন দু’বার মহাকাশে গিয়েছিলেন – একবার ১৯৬৬ সালে, আরেকবার ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৩৪ সালের ১৪ই মার্চ শিকাগোতে তার জন্ম।
সারনেনের পরিবার জানিয়েছে, তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কয়েকদিনের মধ্যেই জানানো হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.