গাইবান্ধায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পর থেকে বেশ কয়েকজন সংসদ সদস্য নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে আবেদন করেছেন। পুলিশের বিশেষ শাখা জঙ্গি অধ্যুষিত ঝুকিপুর্ণ এলাকা জরিপ করে সেসব এলাকার জনপ্রতিনিধিদের নিরাপত্তা দেয়ার সুপারিশ করেছে।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম তার নির্বাচনী এলাকায় জনগণের সাথে কথা বলছেন। প্রতিনিয়ত এলাকার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। কিন্তু তার সাথে কোন ধরণের নিরাপত্তা কর্মী নেই।
সংসদ সদস্য ইসরাফিল বলছেন, এলাকায় জনগণের কাছে দায়বদ্ধতার কারণে বাধ্য হয়েই নিরাপত্তার কথা চিন্তা না করেই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে হয়।
বেশ কিছু জেলায় যোগাযোগ করে জানা গেছে, গাইবান্ধার ঘটনার পর থেকে জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার এমপিদের যেকোন অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে সার্বক্ষণিক পুলিশ দেয়া সম্ভব হচ্ছেনা।
সংসদের চিফ হুইপ জানিয়েছেন, সংসদ সদস্যদের গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। জনপ্রতিনিধিদের পর্যাপ্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়েও আলোচনা চলছে বলে জানান চিফ হুইপ।
পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, কেবল সংসদ সদস্য নয়, যেকোন পর্যায়ের জনপ্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.