হিলারি ক্লিনটনের ই-মেইল নিয়ে এফবিআইর নতুন করে তদন্তের ঘোষণা এখন মার্কিন নির্বাচনের অন্যতম আলোচিত ইস্যু। এ নিয়ে নানাজনের নানা মন্তব্য পাওয়া গেলেও এতদিন পর্যন্ত মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট ওবামা। এবার তিনিও মুখ খুলেছেন। বলেছেন, তিনি ‘কটাক্ষ’ নিয়ে কথা বলতে পছন্দ করেন না। আরো বলেছেন, আইনশৃঙ্খলা বিষয়ক প্রক্রিয়ায় তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চান না। তবে এফবিআইর এমন কাজের সমালোচনাও করেছেন তিনি। অনলাইন সংবাদ মাধ্যম নাউ দিস নিউজকে দেয়া এক সাক্ষাৎকার প্রকাশ হয়েছে বুধবার। তাতেই উঠে এসেছে এ নিয়ে ওবামার অবস্থান। এ খবর দিয়েছে সিএনএন ও এনবিসি নিউজ। খবরে বলা হয়, সাক্ষাৎকারে ওবামা স্পষ্ট করে দিয়েছেন, তিনি বিষয়টি পছন্দ করেননি। ওবামা বলেন, ‘আমি এটা মনে করি, কোনো তদন্ত চলাকালে এমন রীতি রয়েছে, আমরা কোনো কটাক্ষ নিয়ে কাজ করি না, আমরা অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে কোনো কাজ করি না এবং আমরা ফাঁস করা কোনো তথ্য নিয়ে কাজ করি না। আমরা সুনির্দিষ্টভাবে গৃহীত সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই কাজ করে থাকি।’ ওবামার কাছে এফবিআই পরিচালক জেমস কমি সম্পর্কে মন্তব্য চাওয়া হলে তা এড়িয়ে যান ওবামা। সাক্ষাৎকারে একবারও তার নাম নেননি তিনি। এফবিআইর সুনির্দিষ্ট কোনো কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেননি। বরং তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থাটির তদন্তে তিনি কোনো ধরনের প্রভাবক হতে চান না। তবে হিলারির ই-মেইল তদন্ত নিয়ে অসন্তোষের কথাও জানিয়েছেন। ওবামা বলেন, ‘নিশ্চিতভাবেই এটা রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। মূল কথা হলো- হিলারি ৩০ বছর ধরে রাজনীতিতে রয়েছেন। অনেকেই তাকে নিয়ে অনেক কিছুই বলে থাকেন, অনেক আজগুবি কথা বলে থাকেন তার সম্পর্কে। আর হিলারি যখন কোনো ভুল করেন, সেটি সত্যিই ভুল হয়ে থাকলেও তার কঠোর সমালোচনা করা হয়- যেন ওই ভুল একটি অসম্ভব বিষয়।’ হিলারি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তার ওপর আস্থাশীল। আমি তাকে জানি। তার নিষ্ঠার ওপর এবং তরুণদের দারুণ একটি ভবিষ্যতের জন্য তার কর্মকাণ্ডে আমার আস্থা না থাকলে আমি তাকে সমর্থন করতাম না।’ এর আগে শুক্রবার এফবিআই পরিচালক জেমস কমি কংগ্রেসকে একটি চিঠি পাঠান। তাতে বলা হয়, গোয়েন্দা সংস্থাটি সম্প্রতি কিছু ই-মেইল হাতে পেয়েছে যেগুলো হিলারির ব্যক্তিগত সার্ভারের তদন্তের সঙ্গে ‘প্রাসঙ্গিক’ হতে পারে। আচমকা এফবিআইর এমন ঘোষণা ভালোভাবে গ্রহণ করেননি ডেমোক্রেটরা। তারা বলছেন, নির্বাচনকে প্রভাবিত করতেই এমনটি করা হয়ে থাকতে পারে। পরে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট জানিয়েছেন, তিনি কমির এই সিদ্ধান্তের কোনো পক্ষেই নেই এবং ওবামা কমির ওপর যথেষ্ট আস্থাশীল। ওবামা নিজে তার সাক্ষাৎকারে সরাসরি ই-মেইল প্রসঙ্গটি এড়িয়ে গেছেন। তিনি বলেন, এফবিআই এর আগে যে তদন্ত পরিচালনা করেছে তার সিদ্ধান্তে এটাই বলা হয়েছে হিলারি কোনো অপরাধ করেননি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.