সাত দিনের মধ্যে দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশে প্রতিভরিতে এক হাজার ২২৫ টাকা বেড়েছে। নতুন মূল্য শনিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভরিতে সোনার দাম এক হাজার ২২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। নতুন মূল্য অনুযায়ী শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৪ হাজার ৯৬৫ টাকা। এখন এ মানের স্বর্ণের দাম ৪৩ হাজার ৭৪০ টাকা। প্রতিভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৫ টাকা। দাম বৃদ্ধির পর ২১ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি ৪১ হাজার ৬৪০ টাকার বদলে ৪২ হাজার ৮৬৫ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রেও প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৪ টাকা। নতুন মূল্য অনুযায়ী, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি বিক্রি হবে ৩৬ হাজার ২১৭ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৩৪ হাজার ৯৯২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দামও এক হাজার ২২৫ টাকা বেড়েছে। এ মানের স্বর্ণ শনিবার থেকে ২৩ হাজার ৯১১ টাকার পরিবর্তে ২৫ হাজার ১৩৬ টাকায় বিক্রি হবে। স্বর্ণের পাশাপাশি রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতিভরি রুপার দাম ৯৯১ টাকা থেকে বেড়ে হয়েছে এক হাজার ৫০ টাকা। প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতিভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। পুরনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে সে বিষয়ে কোন মানদণ্ড নেই।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.