চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছয় শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিভিন্ন বিভাগ থেকে অনুপস্থিত কিছু শিক্ষার্থীর তালিকা আমাদের কাছে আসে। ওই তালিকা যাচাই করে যেসব শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তাদের তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি লুৎফুর রহমান জানান, ‘অনুপস্থিত ছয় শিক্ষার্থীর তালিকা পেয়েছি। তাদের এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা বলেন, পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তালিকা চাইলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে ৫২ জনের নাম পাওয়া যায়। তাদের মধ্যে যাচাই বাছাই করে এ ছয়জনের নাম দেয়া হয়।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ-ইনস্টিটিউট থেকে ১০ দিনের বেশি অনুপস্থিত আছে এমন শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে।