আমেরিকায় ১ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন রিটেইলার প্রতিষ্ঠান ‘অ্যামাজন’। বৃহস্পতিবার অ্যামাজন তাদের এ পরিকল্পনার কথা ঘোষণা করে।
প্রতিষ্ঠানটি সফটওয়্যার ডেভলপমেন্ট থেকে শুরু করে স্টোর কিপার পদে এসব নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
অ্যামাজন জানায়, নতুন চাকরির এ সুযোগ দেশের সব মানুষ নিতে পারবে। সব ধরনের অভিজ্ঞতা, শিক্ষা ও দক্ষতার লোকজনের জন্য চাকরির সুযোগ থাকবে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র সেন স্পাইসার বলেন, ‘আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট দেশটির কয়েকটি প্রযুক্তি কোম্পানির প্রধানদের সঙ্গে বসেছিলেন এবং আমেরিকায় তাদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানিয়েছেন।’
গেলো ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি ছিল রাজনৈতিক ইস্যুর সবচেয়ে বড় বিষয়। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পর ফোর্ড মটরস কোম্পানি মেক্সিকোতে ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের ব্যবসা করার পরিকল্পনা করেছে। ফলে মিশিগানে কোম্পানিটির মাধ্যমে সাতশ কর্মসংস্থান সৃষ্টি হবে।
গেলো বুধবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘আমি এ যাবতকালের সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টিকারী হতে চলেছি।’ এ সময় ট্রাম্প অ্যামাজনের সমালোচনা করে বলেন, ‘বৃহৎ এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি সরকারকে ঠিক মতো ট্যাক্স দেয় না।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.