গত শনিবার ম্যানইউর জার্সিতে ২৫০তম গোল করে ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতা হন ওয়েন রুনি। স্যার ববি চার্লটনকে পেছনে ফেলেন তিনি ১৯৭৩ সাল থেকে অক্ষত রেকর্ডটি ভেঙে। ৪৩ বছর পর ম্যানইউ পেল নতুন শীর্ষ গোলদাতাকে। কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসনের বিশ্বাস, চার্লটন পেছনে পড়লেও রুনির রেকর্ড অক্ষত থাকবে আজীবন।
২০০৪ সালে এভারটন থেকে ফার্গুসনের ম্যানইউতে যোগ দিয়েছিলেন রুনি। গত কয়েক মাস ধরে ফর্মের চড়াই উতরাই থাকলেও এক যুগের কিছুটা বেশি সময় পর হলেন সবার সেরা। ম্যানইউর সবচেয়ে সফল কোচ ফার্গির কাছে বিষয়টা মনোমুগ্ধকর, ‘যখন ওয়েন রুনি ক্লাবে এসেছিল তখন আমি কল্পনাও করিনি কেউ স্যার ববির রেকর্ড ভাঙতে পারে। তাই তার এ অর্জন অসাধারণ। এটা চমৎকার। ববির চেয়ে প্রায় দুই শতাধিক কম ম্যাচ খেলে এ রেকর্ড গড়েছে। এটা সবচেয়ে বিস্ময়কর।’
চার্লটনের রেকর্ড ভাঙাটা ফার্গির কাছে বিস্ময়কর লাগলেও রুনি অক্ষত থাকবেন বিশ্বাস তার, ‘আমি মনে করি না কেউ পারবে (রুনিকে টপকে যেতে)। আমি বলতে পারি না যে কখনও নয়। কিন্তু আধুনিক সময়ের ফুটবলের দিকে তাকান, খেলোয়াড়দের ১০ বছরের বেশি সময় ধরে রাখা অল্প কয়েকটি ক্লাবের একটি হলো ম্যানইউ। আর এখন খুব কম খেলোয়াড়ই এত সময় ধরে একটা ক্লাবে থাকে।’ সূত্র- ইএসপিএনএফসি
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.