বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরের তৃতীয় দিন বড় চমক ব্রিটেনের ড্যান ইভান্সের। ছেলেদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ইভান্সের কাছে ধরাশায়ী হয়েছেন সপ্তম বাছাই ক্রোয়েশিয়ার মার্টিন চিলিচ।
মেয়েদের বিভাগে দ্বিতীয় রাউন্ডে জয় নিয়ে ২৯তম জন্মদিন উদযাপন করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জার্মানির অ্যাঙ্গেলিক কারবার।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় কারবারকে প্রবল প্রতিদ্বন্দ্বিতায় ফেলেন স্বদেশী কারিনা উইটোএফট। ২ ঘন্টা ৮ মিনিটের কঠিন লড়াইয়ে কারবার ৬-২, ৬-৭ এবং ৬-২ গেইমে জিতে নিশ্চিত করেন তৃতীয় রাউন্ড।
তুলনায় সহজ জয় পেয়েছেন সাত গ্র্যান্ডস্ল্যাম জয়ী, টুর্নামেন্টের সবচেয়ে বয়সী খেলোয়াড় আমেরিকার ৩৬ বছর বয়সী ভিনাস উইলিয়ামস। তিনি সরাসরি সেটে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্টেফানি ভোয়েগেলেকে।
ছেলেদের বিভাগে চারবারের চ্যাম্পিয়ন স্ইুজারল্যান্ডের রজার ফেডেরার ৭-৫, ৬-৩ ও ৭-৬ গেইমে হারিয়েছেন আমেরিকান নোয়া রুবিনকে। ফেডেরারের স্বদেশী স্ট্যান ভাভারিঙ্কা ৬-২, ৬-৭ ও ৬-২ গেইমে আমেরিকান স্টিভেন জনসনকে হারিয়ে উঠেছেন তৃতীয় রাউন্ডে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.